• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানে খেলতে যাচ্ছে হামলার শিকার শ্রীলঙ্কাই

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ আগস্ট ২০১৭, ১৭:৪৫

পাকিস্তানে ক্রিকেট খেলতে গিয়ে জঙ্গি হামলার শিকার হয়েছিল টিম শ্রীলঙ্কা। এরপর কেটে গেছে আট বছর। এতোদিন পর ফের শ্রীলঙ্কাই সন্ত্রাস কবলিত দেশটিতে খেলতে যাচ্ছে! আসছে সেপ্টেম্বরেই পাকিস্তানে সিরিজ খেলতে চায় লঙ্কানরা।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা এমনটাই জানিয়েছেন।

২০০৯ সালের ৩ মার্চ লাহোরে সন্ত্রাসী হামলার শিকার হয় টিম শ্রীলঙ্কা। এতে ৮জন নিহত বেসামরিক ব্যক্তি নিহত হন। পাশাপাশি আহত হন ৭ লঙ্কান ক্রিকেটার। এরপর কোনো টেস্ট খেলুড়ে দেশ পাকিস্তানে খেলতে যায়নি।

সুমাথিপালা বলেন, আমাদের নিরাপত্তা বিশেষজ্ঞরা পাকিস্তান সফর করেছেন। তারা সন্তোষজনক প্রতিবেদন দিয়েছেন। এরপরই সেখানে খেলতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেপ্টেম্বরে পাকিস্তানের সঙ্গে আমাদের ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা। এর মধ্যে আমরা কমপক্ষে একটি ম্যাচ লাহোরে খেলতে চাই।

শ্রীলঙ্কার ওপর হামলার পর একমাত্র টেস্ট খেলুড়ে দেশ হিসেবে জিম্বাবুয়ে পাকিস্তান সফর করেছে। এ মুহূর্তে সেখানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকেও দেয়া হচ্ছে সব ধরনের সহযোগিতা। সবশেষ সভায় পাকিস্তানে ক্রিকেট ফেরাতে বিশ্ব একাদশ পাঠানোর সিদ্ধান্ত নেয় আইসিসি। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের মাঝামাঝি লাহোরে ৩টি টি-টোয়েন্টি সিরিজ খেলবেন ক্লার্ক, পেইন, আমলা, রঞ্চিরা।

এসএলসি প্রধানও চান পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে। সুমাথিপালা বলেন, নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানকে আমাদের সমর্থন দেয়া দরকার। ঝুঁকি সব জায়গাতেই থাকে। এ যেমন চ্যাম্পিয়নস ট্রফির সময় লন্ডনেও সন্ত্রাসী হামলা হয়েছে। তাই বলে তো খেলা থেমে থাকেনি। আইসিসির সদস্য হিসেবে আমাদেরও পাকিস্তানের প্রতি আন্তরিক হওয়া দরকার।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী
পাকিস্তানের সংসদ ভবনে জুতা চুরি, খালি পায়ে ফিরলেন এমপিরা
X
Fresh