• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ সফরের প্রস্তুতির জন্য মাঠে নামবে স্মিথ-ওয়ার্নাররা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ আগস্ট ২০১৭, ১২:২৭

বাংলাদেশ সফরকে কেন্দ্র করে আগেই অস্ট্রেলিয়ান দল ঘোষণা করা হয়েছিল। এবার দুই ম্যাচের টেস্ট সিরিজটির জন্য নিজ মাটিতেই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। আর এ ম্যাচকে কেন্দ্র করে দুটি একাদশও সাজিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

সোমবার থেকে ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে তিন দিনের এ ম্যাচটি। এরইমধ্যে জাতীয় দলের অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে অধিনায়ক করে দুটি দল ঘোষণা করা হয়েছে।

বেশ ক’মাস ধরে টানা খেলার মধ্যে ছিলেন স্মিথরা। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শেষে সবাই দীর্ঘ বিরতি পর গেলো বুধবার থেকে শুরু হয়েছে ক্যাম্প। বাংলাদেশের কন্ডিশনে ডারউইনের নর্দার্ন টেরিটরিতে অনুশীলন ক্যাম্প চলছে।

গেলো জুন মাসেই এ সফরের জন্য ঘোষণা করা হয়েছিল ১৩ জন ক্রিকেটারের নাম। পরে আরেকজনের নাম ঘোষণা করা হয়। এই ১৪ জনের সঙ্গে প্রস্তুতি ম্যাচের জন্য ক্যাম্পে যোগ দিয়েছেন আরো ৮ ক্রিকেটার। এরা হচ্ছেন ট্রাভিস হেড, অ্যাডাম জ্যাম্পা, কেন রিচার্ডসন, মার্কাস স্টয়নিস, ক্রিস ট্রেমেইন, জন হল্যান্ড, টম অ্যান্ড্রু ও জ্যাক হুইটহেরাল্ড। আর এ প্রস্তুতি ম্যাচে অংশ নিচ্ছেন মোট ৬ জন স্পিনার।

ডারউইনে যে ছয়টি উইকেটে স্মিথের দল অনুশীলন করছে তার মধ্যে তিনটি উইকেট মিরপুর এবং বাকি তিনটি উইকেট চট্টগ্রামের মতো বানানো হয়েছে বলে আগেই জানিয়েছিলেন কোচ ড্যারেন লেহম্যান।

তিনি জানান, বাংলাদেশ কন্ডিশনের কথা মাথায় রেখে এখন ডারউইনে প্রস্তুতি ক্যাম্প করছে অস্ট্রেলিয়া। সেখানে টাইগারদের স্পিন উইকেটের আদলে উইকেট তৈরি করা হয়েছে।

দু’টেস্ট সিরিজ খেলতে আসছে ১৮ আগস্ট বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। ২২ আগস্ট দু’দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে সফর শুরু করবে অজিরা। ২৭ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে।

অস্ট্রেলিয়ার তিনদিনের প্রস্তুতি একাদশ:

স্টিভেন স্মিথ একাদশ:

স্টিভেন স্মিথ (অধিনায়ক), ম্যাট রেনশ, উসমান খাওয়াজা, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, মার্কাস স্টয়নিস, ক্রিস ট্রেমেইন, মিচেল সোয়েপসন, জশ হেইজেলউড, টম অ্যান্ড্রু, জ্যাকসন বার্ড।

ডেভিড ওয়ার্নার একাদশ:

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ট্রাভিস হেড, হিল্টন কার্টরাইট, পিটার হ্যান্ডসকম, অ্যাশটন অ্যাগার, জ্যাক হুইটহেরাল্ড, প্যাট কামিন্স, নাথান লায়ন, কেন রিচার্ডসন, অ্যাডাম জ্যাম্পা, জন হল্যান্ড।

বাংলাদেশর বিপক্ষে অস্ট্রেলিয়া দল:

স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (সহ-অধিনায়ক),অ্যাস্টন অ্যাগার, হিলটন কার্টরাইট, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজেলউড, উসমান খাজা, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, ম্যাথিউ রেনশ, মিচেল সোয়েপসন ও ম্যাথু ওয়েড।

বাংলাদেশের প্রাথমিক দল:

মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, কামরুল ইসলাম, রুবেল হোসেন, নুরুল হাসান, সানজামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, সাইফ উদ্দিন, এনামুল হক, আবুল হাসান, আল আমিন

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের প্রতিনিধি দলের ঢাকা সফর
অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তার মৃত্যু
সিডনিতে শপিং মলে হামলা : প্রত্যক্ষদর্শীদের ভয়াবহ বর্ণনা
সিডনিতে শপিংমলে হামলা, নিহত ৭
X
Fresh