• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

প্রথমবার ব্রিজ বিশ্বকাপে বাংলাদেশ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ আগস্ট ২০১৭, ১১:৫০

প্রথমবারের মতো ব্রিজ বিশ্বকাপে অংশ নিতে ফ্রান্স যাচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি ও কোচ মুশফিকুর রহমান মোহনের নেতৃত্বে বেলা ১১টায় উড়াল দেয়ার কথা সাত সদস্যের এ দল।

পাঁচজন বুয়েটের শিক্ষার্থী ও একজন আমন্ত্রিত খেলোয়াড় নিয়ে গঠিত এ ব্রিজ টিম। প্রথমবারের মতো অংশ নিলেও নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করতে চান খেলোয়াড়রা।

এবারের ব্রিজ বিশ্বকাপে ১১টি অঞ্চলের চ্যাম্পিয়ন ও রানার্সআপসহ ২২টি দেশ অংশ নিচ্ছে। এশিয়া অ্যান্ড মিডল ইস্ট অঞ্চলের রানার্সআপ দল হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ। ফ্রান্সের লিও’তে এ টুর্নামেন্টের পর্দা উঠবে ১২ আগস্ট। এটি ব্রিজ বিশ্বকাপের ৪৩তম আসর।

গেলো এপ্রিলে দুবাইয়ে বাছাইপর্বে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য অঞ্চলের (চতুর্থ জোন) ১২ দলের ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ। তবে এর মধ্য দিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ২১টি দলের সঙ্গে খেলবে বাংলাদেশ। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে আটটি দলের মধ্যে থাকতে হবে জিয়াউলদের।

বিশ্বকাপের ২২ দলের মধ্যে বাংলাদেশ ও গুয়াডেলোপ ছাড়া বাকি সব দেশের খেলোয়াড়রই পেশাদার।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh