• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

অলিম্পিক লিওকে হারালো ইন্টার মিলান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ জুলাই ২০১৭, ১১:৩২

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে (আইসিসি) ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক লিওকে ১-০ গোলে হারিয়ে প্রাক-মৌসুমের শুভ সূচনা করলো ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান।

চীনের নানজিং অলিম্পিক স্পোর্টস সেন্টারে দু’দলকেই নিজেদের ছন্দ খুঁজে পেতে যথেষ্ট বেগ পেতে হয়।

কয়েকটি সুযোগ হাতছাড়া করায় গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে আরো শক্তি বৃদ্ধি করায় ৭৪ মিনিটে ফল পায় ইন্টার মিলান।

জোয়াও মারিও’র পাস থেকে নেরাজ্জুরিদের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন মন্টেনিগ্রোর ফরোয়ার্ড স্টিভান জোভেটিচ।

এদিকে মঙ্গলবার ইংলিশ চ্যাম্পিয়ন চেলসির মুখোমুখি হবে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বিকেল পাঁচটা ৩৫ মিনিটে।

এ টুর্নামেন্টেই এ নিয়ে দ্বিতীয়বারের মতো স্পেনের বাইরে এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে। ৩৫ বছর পর মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

এখন পর্যন্ত মোট ২৩২টি এল ক্লাসিকোর মাত্র একটি ম্যাচই হয়েছে স্পেনের বাইরে। ১৯৮২ সালে ভেনিজুয়েলায় সেই ম্যাচে ভিসেন্তে ডেল বস্কের একমাত্র গোলে বার্সেলোনাকে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ।

২০১৩ সাল থেকে প্রতি গ্রীষ্মে চীন, আমেরিকা ও সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়ে আসছে এ টুর্নামেন্ট।
প্রতি মৌসুমের আগে বিশ্বের বিখ্যাত ক্লাবগুলো এতে প্রীতি ম্যাচ খেলে থাকে। এ প্রি-সেশন ম্যাচ খেলে তারা নিজেদের ঝালাই করে নেয়।

এবারের আসরে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, চেলসি, জুভেন্টাস, পিএসজি, রোমা, বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ডের মতো বড় ক্লাবগুলো খেলবে।

এ টুর্নামেন্টে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ।

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
ডার্বি জিতে ৫ ম্যাচ আগেই চ্যাম্পিয়ন ইন্টার মিলান
অ্যাতলেটিকোকে হারিয়ে এগিয়ে ইন্টার মিলান
শেষ আটের পথে এগিয়ে গেল অপ্রতিরোধ্য সিটি
X
Fresh