• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

গোপন বৈঠকে বাংলাদেশ সফর বয়কট!

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ জুলাই ২০১৭, ১৯:১৭

গোপন বৈঠকে বাংলাদেশ সফর বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার সিনিয়র ক্রিকেটাররা।

‘দ্য অস্ট্রেলিয়ান ডটকম’ জানাচ্ছে, সোমবার সকালে সিডনিতে অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকোলসনের সঙ্গে গোপন বৈঠকে মিলিত হন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। সেখানেই বাংলাদেশ সফর বয়কটের সিদ্ধান্তে উপনীত হন তারা।

স্মিথদের ভাষ্য, যতক্ষণ না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাদের সঙ্গে সমঝোতায় পৌঁছছেন ততক্ষণ কোনো সফর করবেন না তারা।

আগস্ট-সেপ্টেম্বরে দু’টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়ার। সেই সিরিজই খেলতে চাচ্ছেন না স্মিথরা। তবে এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানা যায়নি।

বহুল প্রত্যাশিত সিরিজটি নিয়ে এখনো ইতিবাচক ক্রিকেট অস্ট্রেলিয়া। এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সিএ কর্তারা। নিরাপত্তা খতিয়ে দেখতে ২৫ জুলাই বাংলাদেশে আসছে তাদের পর্যবেক্ষক দল।

সিরিজটির বিষয়ে আলোচনা চালালেও বেতন-ভাতা নিয়ে ক্রিকেটারদের সঙ্গে চলমান দ্বন্দ্ব নিরসনে এখনো সমঝোতায় পৌঁছেনি সিএ। এর জের ধরে ক’দিন আগে দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেছে দেশটির ‘এ’ দল।

এরই মধ্যে দাবি দাওয়া না মানলে বাংলাদেশ, অ্যাশেজসহ যেকোনো বিদেশি সফর বয়কটের হুমকি দিয়ে রেখেছে অস্ট্রেলিয়ার জাতীয় দল।

তবে দু’পক্ষের মধ্যে ঝামেলা শিগগিরই চুকে যাবে বলে ক’দিন ধরে দাবি করে আসছে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট।

এতদিন বোর্ডের আয়ের শতকরা ২৫ ভাগ বণ্টন হতো অস্ট্রেলিয়ার সব খেলোয়াড়ের মধ্যে। আর্থিক বণ্টনের প্রস্তাবিত নতুন কাঠামো অনুসারে এ টাকা পাবেন শুধু আন্তর্জাতিক পর্যায়ে খেলা ক্রিকেটাররা। এমন শর্ত মানতে পারেননি খেলোয়াড়েরা।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের প্রতিনিধি দলের ঢাকা সফর
অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তার মৃত্যু
সিডনিতে শপিং মলে হামলা : প্রত্যক্ষদর্শীদের ভয়াবহ বর্ণনা
সিডনিতে শপিংমলে হামলা, নিহত ৭
X
Fresh