• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিপিএলের পর্দা উঠছে ২ নভেম্বর

আরটিভি অনলাইন রিপোর্টার

  ২৪ জুলাই ২০১৭, ১৮:২২

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের পর্দা ওঠার কথা ছিল ৪ নভেম্বর। তবে সেই তারিখ পরিবর্তন হয়েছে। বিপিএলের পঞ্চম আসর মাঠে গড়াবে ২ নভেম্বর।

সোমবার সভা শেষে বিপিএল গভর্নিং কাউন্সিল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

এসময় টুর্নামেন্টটির নীতিনির্ধারক কমিটি জানায়, ২০১৭-১৮ মৌসুমে বিপিএলে অংশ নেবে মোট আট দল। সুরমা সিক্সার্স নামে ফিরছে সিলেট। এবার প্রতি একাদশে সর্বোচ্চ পাঁচজন বিদেশি খেলোয়াড় অংশ নিতে পারবেন। আগে অংশ নিতে পারতেন চারজন বিদেশি।

বিপিএল গভর্নিং কাউন্সিল জানায়, দল বাড়ায় বাড়ছে আইকন ক্রিকেটারের সংখ্যা। নতুন আইকন ক্রিকেটার হচ্ছেন মুস্তাফিজুর রহমান। এছাড়া গেলোবারের মতো এবারো আইকন খেলোয়াড়ের তালিকায় রয়েছেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার ও সাব্বির রহমান।

এবারের বিপিএলে দল বদল করছেন বেশ ক’জন আইকন খেলোয়াড়। কুমিল্লা ছেড়ে রংপুরে পাড়ি জমিয়েছেন মাশরাফি। চিটাগাং থেকে তামিমকে দলে ভিড়িয়েছে কুমিল্লা। বরিশাল ছেড়ে রাজশাহীতে পাড়ি জমাচ্ছেন মুশফিক! সেই হিসেবে দলটির আইকন খেলোয়াড় সাব্বিরকে নতুন ঠিকানা খুঁজে নিতে হচ্ছে। তার নতুন ঠিকানা হতে পারে সুরমা সিক্সার্স। সাকিব ঢাকা ও মাহমুদুল্লাহ খুলনাতেই থাকছেন।

আসছে সেপ্টেম্বরের মাঝামাঝিতে হবে বিপিএলের খেলোয়াড় ড্রাফট। ড্রাফটে প্রতি দলকে অন্তত ১৩ জন স্থানীয় খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে হবে। আর ড্রাফটের তালিকায় থাকা বিদেশিদের মধ্যে কমপক্ষে দু’জনকে দলে ভেড়াতে হবে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh