• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের কাছে ৯ রানে হারলো ভারতের মেয়েরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ জুলাই ২০১৭, ২৩:৪০

বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৯ রানে হেরে গেলো ভারতের মেয়েরা।

সোমবার লর্ডসে টস জিতে প্রথম ব্যাট করে ইংল্যান্ড। ৫০ ওভারের শেষে ৭ উইকেটে ২২৮ রান তোলে ইংল্যান্ডের মেয়েরা।

২৪ ও ২৩ রান করেন যথাক্রমে ইংল্যান্ডের দু’ওপেনার উইনফিল্ড ও বেমন্ট। সর্বোচ্চ রান করেন স্কাইভার। তিনি করেন ৫১ রান। ৪৫ রান করেন টেলর। শেষ দিকে ৩৪ রানের ইনিংস খেলেন ব্রান্ট।

দুর্দান্ত বল করেন ভারতের ঝুলন গোস্বামী। ১০ ওভারে ২৩ রান দিয়ে ৩ টি মেডেন ওভার নিয়ে ৩টি উইকেট নেন।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ রান দূরে থাকতেই থেমে যায় ভারতের ইনিংস। ওপেনার রাউত করেন ৮৬ রান। আরেক ওপেনার মান্ধানা অবশ্য ০ রানেই আউট হয়ে যান। অধিনায়ক মিতালি রাজ করেন ১৭ রান।

হরমনপ্রিত কৌর করেন ৫১ রান। কৃষ্ণমূর্তি খেলেন ৩৫ রানের ইনিংস। এরপরই ২১৯ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। শেষ পর্যন্ত ৯ রানে হেরে রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতের মেয়েদের।

ইংল্যান্ডের অ্যানিয়া শ্রাবসলে ৬টি ও অ্যালেক্স হার্টলে ২টি উইকেট শিকার করেন।

ইতিহাস গড়তে পারলো না ভারত! নারী ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়নের স্বাদ পেলো না ‘উইমেন ইন ব্লু’৷ মিতালি-ঝুলনদের হাত ধরে লর্ডসে ৮৩’র স্মৃতি ফিরলো না৷ ৩৩ বছর পর লর্ডসের ব্যালকনিতে কপিল দেবের জায়গায় বিশ্বকাপ মিতালি রাজের হাতে বিশ্বকাপ দেখার ইচ্ছেপূরণ হলো না ভারতবাসীর৷

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh