• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

এবার রংপুরের নেতৃত্বে মাশরাফি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ জুলাই ২০১৭, ১২:৫০

আগেই জানা গিয়েছিল, কুমিল্লা ভিক্টোরিয়ানস ছেড়ে এবার রংপুর রাইডার্সে পাড়ি জমাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। অবশেষে তাই সত্যি হলো। তাকে দলে ভিড়িয়েছে রংপুর। শুধু ভেড়ানো নয়, দলের নেতৃত্বভারও তার কাঁধে তুলে দেয়া হয়েছে।

রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় মাশরাফির সঙ্গে সব বিষয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিপিএলের পঞ্চম আসরে রংপুরের নেতৃত্বে তিনিই থাকছেন। বাংলাদেশের সবচে’ সফল ওয়ানডে অধিনায়ককে দলে ভেড়াতে পেরে আমরা গর্বিত।

গেলো আসরেও বেশ শক্তিশালী দল গড়ে রংপুর। তবে আফ্রিদি-শেহজাদ-ডসনদের নিয়ে গড়া দল নিয়েও শিরোপা ঘরে তুলতে পারেনি দলটি। এবারো শক্তিশালী দল গড়ছে ফ্রাঞ্চাইজিটি। এবারো লক্ষ্য শিরোপা।

এরই মধ্যে বেশকিছু পরিবর্তন ঘটেছে বিপিএলের অন্যতম দলটিতে। গেলো মে মাসে রংপুর রাইডার্সের মালিকানা নিয়েছে বসুন্ধরা গ্রুপ। নতুন মালিকানায় দলটি এখন নামকরা টি-টোয়েন্টি ক্রিকেটারদের দলে ভেড়াতে ব্যস্ত। তারা দলে ভিড়িয়েছে ক্রিস গেইল, স্যামুয়েল বদ্রি, রবি বোপারা, থিসারা পেরেরার মতো টি-টোয়েন্টি ফেরিওয়ালাদের। এবার সেই দলে অন্তর্ভুক্ত হলেন মাশরাফি।

শোনা যাচ্ছে, দল শক্তিশালী করতে ডেভিড ওয়ার্নার ও ক্রিস মরিসকে টানার চেষ্টা করছে রংপুর। নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে টম মুডিকে।

বিপিএলের চার আসরের মধ্যে তিন আসরেই বিজয়ী অধিনায়ক ম্যাশ। ঢাকাকে দু’বার ও কুমিল্লাকে একবার শিরোপা এনে দিয়েছেন তিনি। একই সঙ্গে তার নেতৃত্বে ঈর্ষণীয় সাফল্য পেয়েছে বাংলাদেশ জাতীয় দল। টাইগারদের ৩৭ ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় উপহার দিয়েছেন ২৩টিতেই।

কুমিল্লা ছেড়ে রংপুরে পাড়ি জমানো নিয়ে নড়াইল এক্সপ্রেস বলেন, এটা সম্পূর্ণ পেশাদারিত্বের ব্যাপার। এর মধ্যে অন্য কোনো কিন্তু নেই।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
সেঞ্চুরি করে সাকিব-মাশরাফিদের স্পর্শ করলেন তাসকিন
কর্মচন্দ্রপুর জামে মসজিদের উদ্বোধন করলেন হুইপ মাশরাফী 
সরকারি টয়লেট নিজের বাড়ির মনে করে ব্যবহারের আহ্বান মাশরাফীর
X
Fresh