• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

টানা দু’হারে বিদায় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ জুলাই ২০১৭, ১১:৩৯

ক্লান্তি আর সমন্বয়ের অভাবে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে তাজিকিস্তানের বিপক্ষে এগিয়ে গিয়েও ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। এ নিয়ে টানা দু’হারে বাছাইপর্ব থেকে ছিটকে গেলো লাল-সবুজের প্রতিনিধিরা।

ফিলিস্তিনের মাঠে ম্যাচের প্রথমার্ধে চোখজুড়ানো ফুটবল খেলে বাংলাদেশ। শুরু থেকেই একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত করে তোলে বেঙ্গল টাইগাররা। এর ফলও হাতেনাতে পায় তারা। ম্যাচের ৩৩ মিনিটে সোহেল মিয়ার গোলে এগিয়ে যায় তারা। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় লাল সবুজের প্রতিনিধিরা।

তবে দ্বিতীয়ার্ধে এ লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এ অর্ধে বেশ ক্লান্ত হয়ে পড়ে সোহেলরা। তাদের মধ্যে দেখা যায় সমন্বয়ের অভাব। ফলে তাজিকদের বিপক্ষে লড়াইয়েও আর পেরে ওঠেননি তারা। ৫৫ মিনিটে বাংলাদেশি ডিফেন্ডারদের ভুলের সুযোগ নিয়ে দলকে সমতায় ফেরান আমির জোন। ৬৬ মিনিটে তাজিকিস্তানের পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন নজিম বাবাদজানভ। আর ৮৬ মিনিটে জোরাবায়েভ গোল করলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৪১ ধাপ এগিয়ে থাকা তাজিকিস্তান।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে জর্ডানের বিপক্ষে ৭ গোল হজম করে নয়া কোচ অ্যান্ড্রু ওর্ডের শিষ্যরা।

রোববার শেষ ম্যাচে স্বাগতিক ফিলিস্তিনের বিপক্ষে লড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় টিআইবির উদ্বেগ 
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
মেসিদের সিনেমা এখন বাংলাদেশে!
X
Fresh