• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষ দশে সাব্বির (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ জুন ২০১৭, ১৭:২৩

সময়টা খুব ভালো যাচ্ছে না সাব্বির রহমানের। চ্যাম্পিয়নস ট্রফিতে তো নিজেকে সেভাবে মেলেই ধরতে পারেননি। একরকম ভীষণ রানখরায় ভুগছেন ওয়ানডে ক্রিকেটে। তবে এর মধ্যেও সুখবর পেলেন তিনি। আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষ দশে উঠে এসেছেন এ হার্ডহিটার।

গেলো সোমবার টি-টোয়েন্টি ক্রিকেটে ক্রিকেটারদের হালনাগাদ র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। তাতে ৬২৭ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে উঠে এসেছেন সাব্বির। এ প্রথম আইসিসির কোনো র‌্যাংকিংয়ে শীর্ষ দশে উঠলেন তিনি।

এর আগে বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ২০১২ সালে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা দশে ওঠেন সাকিব আল হাসান।

সাব্বির ছাড়াও এ ফরম্যাটের অন্য দু’ক্যাটাগরিতে শীর্ষ দশে আছেন আরো তিন বাংলাদেশি ক্রিকেটার। অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সবার ওপরে আছেন সাকিব আল হাসান। শুধু তাই নয়, সব ফরম্যাটেই অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি।

এবার টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সেরা দশের মধ্যে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সবশেষ ঘোষিত র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে আছেন তিনি।

এছাড়া বোলারদের র‍্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে আছেন মুস্তাফিজুর রহমান। আর নবম স্থানে সাকিব আল হাসান।

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষ দশে বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থান:

ব্যাটসম্যান

র‌্যাংকিং

ক্রিকেটার

দেশ

রেটিং

বিরাট কোহলি

ভারত

৭৯৯

অ্যারন ফিঞ্চ

অস্ট্রেলিয়া

৭৮৭

কেন উইলিয়ামসন

নিউজিল্যান্ড

৭৪৫

গ্লেন ম্যাক্সওয়েল

অস্ট্রেলিয়া

৭১৮

জো রুট

ইংল্যান্ড

৬৯৯

অ্যালেক্স হেলস

ইংল্যান্ড

৬৭৪

ফ্যাফ ডু প্লেসিস

দক্ষিণ আফ্রিকা

৬৬৪

মোহাম্মদ শেহজাদ

আফগানিস্তান

৬৬৪

হ্যামিল্টন মাসাকাদজা

জিম্বাবুয়ে

৬৫৭

১০

সাব্বির রহমান

বাংলাদেশ

৬২৭

বোলার

র‌্যাংকিং

ক্রিকেটার

দেশ

রেটিং

ইমাদ ওয়াসিম

পাকিস্তান

৭৮০

যশপ্রীত বুমরা

ভারত

৭৬৪

ইমরান তাহির

দক্ষিণ আফ্রিকা

৭৪৪

রশিদ খান

আফগানিস্তান

৭১৭

স্যামুয়েল বদ্রি

ওয়েস্ট ইন্ডিজ

৭১৭

মুস্তাফিজুর রহমান

বাংলাদেশ

৬৯৫

জেমস ফকনার

অস্ট্রেলিয়া

৬৮৮

সুনিল নারাইন

ওয়েস্ট ইন্ডিজ

৬৫২

সাকিব আল হাসান

বাংলাদেশ

৬৪৮

১০

রবিচন্দ্রন অশ্বিন

ভারত

৬৪৪

অলরাউন্ডার

র‌্যাংকিং

ক্রিকেটার

দেশ

রেটিং

সাকিব আল হাসান

বাংলাদেশ

৩৫৪

গ্লেন ম্যাক্সওয়েল

অস্ট্রেলিয়া

৩৪৪

মোহাম্মদ নবী

আফগানিস্তান

২৭৫

মারলন স্যামুয়েলস

ওয়েস্ট ইন্ডিজ

২৭১

যুবরাজ সিং

ভারত

২১০

মাহমুদুল্লাহ রিয়াদ

বাংলাদেশ

২০৩

পিটার বোরেন

নেদারল্যান্ড

২০২

কোরি অ্যান্ডারসন

নিউজিল্যান্ড

২০১

সুরেশ রায়না

ভারত

২০০

১০

ডোয়াইন ব্রাভো

ওয়েস্ট ইন্ডিজ

১৯৯

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদে হানিফ সংকেতের ‘আলোকিত অন্ধকার’
জলদস্যুদের কবলে টাঙ্গাইলের সাব্বির, উৎকণ্ঠায় পরিবার
বলাৎকারের ঘটনা প্রকাশ করায় সাব্বিরকে হত্যা করেন চাচা
X
Fresh