• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নাসিরের জোড়া আঘাত, নিউজিল্যান্ড ১৭৩/৩

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ মে ২০১৭, ১৮:০১

ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করছে নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে কিছুক্ষণ আগে সাজঘরে ফিরলেন কিউই বিধ্বংসী ওপেনার টম লাথাম (৮৪)। ৩০.১ ওভারে নাসির হোসেনের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।

শেষ খবর পর্যন্ত ৩২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৭৩ রান করেছে নিউজিল্যান্ড। ৯ রানে রস টেইলর ও ৫ রানে কোরি অ্যান্ডারসন ব্যাট করছেন।

এর আগে ২৮.১ ওভারে নাসির হোসেনের বলে মাশরাফি বিন মর্তুজার হাতে ক্যাচ দিয়ে ফেরেন মারকুটে ব্যাটসম্যান নিল ব্রুম(৬৩)।

বুধবার ডাবলিনের ক্লোনটার্ফ ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রথমে ফিল্ডিং নেয়ার যৌক্তিকতাও দেখান তিনি। ইনিংসের প্রথম ওভারেই কিউই ওপেনার টম লাথামকে ক্যাচ তুলতে বাধ্য করেন ম্যাশ। তবে তা তালুবন্দি করতে পারেননি দীর্ঘদিন পর ওয়ানডে খেলতে নামা দেশসেরা ফিল্ডার নাসির হোসেন। তবে প্রথম উইকেটের দেখা পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে।দলীয় ২৩ রানে টাইগার বোলিং সেনসেশন মুস্তাফিজুর রহমানের শিকার হয়ে ফেরেন কিউই ওপেনার লুক রঞ্চি।

এরপর নিল ব্রুমকে নিয়ে শুরুর ধাক্কা সামলে এগিয়ে যান লাথাম। ভোগাতে থাকেন বাংলাদেশের বোলারদের। তারা গড়েন ১৩৩ রানের লড়াকু জুটি। অবশ্য এতে আম্পয়ারদের অবদান রয়েছে বেশ। রুবেলের হোসেনের বলে লাথাম ও মোসাদ্দেক হোসেনের বলে ব্রুম নিশ্চিত এলবিডব্লিউ হলেও তা দেননি তারা।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন
‘নাসিরকে হত্যা করতে চেয়েছিলেন পরীমণি’
ফেঁসে যাচ্ছেন পরীমণি, হত্যাচেষ্টার অভিযোগের সত্যতা পেয়েছে পিবিআই
১২৫ বছর পুর্তিতে গাইবেন নাসির- কাজী শুভ- নিশি শ্রাবনী
X
Fresh