• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছে না নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ মে ২০১৭, ১০:০১

লিগ পর্বে প্রথম তিন ম্যাচ জিতে এরই মধ্যে ত্রিদেশীয় সিরিজের শিরোপা নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। তাই বাংলাদেশ-নিউজিল্যান্ড শেষ ম্যাচটি শুধুই নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। নিয়মরক্ষার হলেও ম্যাচটি জিততে দলের কাছ থেকে আরো ভালো পারফরম্যান্স প্রত্যাশা করছেন কিউই অধিনায়ক টম লাথাম।

বুধবার ক্লোনটার্ফ ক্রিকেট গ্রাউন্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। এরই মধ্যে শিরোপা নিশ্চিত হলেও চ্যাম্পিয়নস ট্রফির আগে জয়ের ধারায় থাকতে চায় নিউজিল্যান্ড। তাই সেই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছেন না লাথাম।

আইপিএলের কারণে টপ-টেন (শীর্ষ ১০) ক্রিকেটার ছাড়াই ত্রিদেশীয় সিরিজ খেলতে যায় নিউজিল্যান্ড। এমন অনভিজ্ঞ দল নিয়েও শিরোপা ঘরে তুলেছে কিউইরা। এজন্য ক্রিকেটারদের কৃতিত্ব দিয়েছেন অধিনায়ক। লাথাম বলেন, এখানে তরুণ খেলোয়াড়রা ভালো করছে। প্রত্যেক ম্যাচেই তারা উন্নতির চেষ্টা করেছে। ফলও এসেছে, আমরা জিতেছি।

এ সিরিজে দলকে সামন থেকে নেতৃত্ব দিচ্ছেন টম লাথাম। সিরিজে ধারাবাহিক পারফরম করে আসছেন তিনি। এছাড়া নিল ব্রম, রস টেইলর, জেমস নিশাম, মিচেল স্যান্টনারও ভালো করছেন। এক কথায় চ্যাম্পিয়নস ট্রফির আগে নিজেদের বেশ ভালোভাবে ঝালিয়ে নিচ্ছে কিউইরা।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে দলের খেলোয়াড়দের কাছে আরো ভালো পারফরম্যান্স চেয়ে নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, তাদের বিপক্ষে আমরা আরো ভালো খেলতে চাই। দলের প্রত্যেকের কাছ থেকে সেরাটা চাই। চ্যাম্পিয়নস ট্রফির আগে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ।

আইপিএল শেষ করে এরই মধ্যে কয়েকজন খেলোয়াড় নিউজিল্যান্ড দলে যোগ দিয়েছেন। তাদের অর্ন্তভুক্তি দলের শক্তি বাড়াবে বলে মনে করেন লাথাম। কিউই অধিনায়ক বলেন, এটা সুসংবাদ, আইপিএল শেষে অভিজ্ঞ খেলোয়াড়রা দলে ফিরেছেন। সামনে চ্যাম্পিয়নস ট্রফি। একে কেন্দ্র করেই এখন আমাদের খেলা উচিৎ। আশা করছি, বাংলাদেশের বিপক্ষে দলের সবাই দুর্দান্ত পারফরম্যান্স করবে। তবে যারা চ্যাম্পিয়নস ট্রফির দলে নেই, তারাও দারুণ পারফরম্যান্স করেছেন। এটি বেশ আনন্দের ব্যাপার, তারা সুযোগ পেয়েছেন এবং তা কাজে লাগিয়েছেন।

নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন আইপিএল নিয়ে ব্যস্ত থাকায় ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের অধিনায়কত্ব করছেন টম লাথাম।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, ২ বাংলাদেশি আহত
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৫ মে)
আরব আমিরাতে বহুতল ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু
X
Fresh