• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

দুই কিংবদন্তির বিদায়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ মে ২০১৭, ১৫:৪০

এক সঙ্গে দুই কিংবদন্তির বিদায় খুব কম দেখেছে ফুটবল বিশ্ব। তাও আবার দুজনই বিশ্বকাপজয়ী। জার্মানির ফিলিপ লাম ও স্পেনের জাবি আলোনসো এবার ক্লাব ফুটবলকেও বিদায় জানালো।

জার্মান বুন্ডেসলিগার এবারের মৌসুমের শেষ ম্যাচে বায়ার্নমিউনিখের হয়ে শিরোপাও নিশ্চিত করেছেন এ দু খেলোয়াড়। ফ্রেইবার্গের বিপক্ষে ৪-১ গোলে জেতে দল।

ম্যাচটির পর সোশ্যাল মিডিয়ায় দু’জনের একটি ছবিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে আলোনসো লামের গায়ে বিয়ার ফেলছেন।

২০১৪ সালে জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবল দলের অধিনায়ক ফিলিপ লাম। বাভারিয়ানদের সঙ্গে লামের চুক্তির মেয়াদ ২০১৮ সাল পর্যন্ত থাকলেও এর আগেই বিদায় জানালেন তিনি।

লামের ফুটবল জীবন বায়ার্নের যুব একাডেমিতে শুরু। ক্যারিয়ারের প্রায় পুরটা সময়ই কাটিয়েছেন অ্যালিয়াঞ্জ অ্যারেনায়। মাঝে দু’বছর (২০০৩-০৫) ধারে খেলেছেন স্টুটগার্টে। বায়ার্নের হয়ে ৮টি বুন্দেসলিগা, ছয়টি জার্মান কাপ, চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছেন।

অন্যদিকে দীর্ঘ ক্যারিয়ারে লিভারপুল, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের হয়ে দুটি চ্যাম্পিয়নস লীগ ও পাঁচটি লীগ শিরোপা ছাড়াও স্পেনের হয়ে ২০১০ সালের বিশ্বকাপ জিতেছেন আলোনসো। সঙ্গে দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের সুখস্মৃতিও আছে তার।

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh