• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

এবার কি হ্যাটট্রিক পাচ্ছেনই মাশরাফি?

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ মে ২০১৭, ২০:১২

মাশরাফি বিন মর্তুজাকে হাতছানি দিয়ে ডাকছে স্বপ্নের মুহূর্ত। ক্যারিয়ারে এরকম সময় অসংখ্যাবার পেয়েছেন। তবে এবার যেটি পাওয়ার দোরগোড়ায় রয়েছেন তা একেবারে অনন্য। পরের ম্যাচে নিজের প্রথম বলে উইকেট পেলেই হ্যাটট্রিক পূরণ করবেন তিনি। যা হবে তার ক্যারিয়ারের প্রথম ও ষষ্ঠ বাংলাদেশির কীর্তি।

ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে ৪ উইকেট নিয়ে আইরিশদের লাগাম টেনে ধরেন কাটার মাস্টার মুস্তাফিজ। পরে তাদের লেজ গুটিয়ে দেন মাশরাফি বিন মর্তুজা। ৪৭তম ওভারের দ্বিতীয় বলে মুশফিকের হাতে ক্যাচ বানিয়ে জর্জ ডকরিলকে ফেরান তিনি। পরের বলেই একইভাবে পিটার চেজকে ফিরিয়ে আয়ারল্যান্ড ইনিংসের সমাপ্তি টানেন বাংলাদেশ অধিনায়ক। এ হিসাবে পরের ম্যাচে নিজের প্রথম বলে উইকেট পেলে হ্যাটট্রিক করবেন এ লড়াকু ক্রিকেটার।

বাংলাদেশের পরের ম্যাচটি নিউজিল্যান্ডের বিপক্ষে। আসছে ২৪ মে টুর্নামেন্টের শেষ ম্যাচে লড়বে দু’দল। ম্যাশের এ কীর্তি দেখার জন্য সেই ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে টাইগার ক্রিকেট সমর্থকদের।

এবার চলুন এক নজরে দেখে নেয়া যাক বাংলাদেশের হ্যাটট্রিকম্যান যারা-

২০০৬ সালের ২ আগস্ট হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিক করেন পেসার শাহদাত হোসেন রাজীব।

একই দলের বিপক্ষে ২০১০ সালের ৩ ডিসেম্বের মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হ্যাটট্রিক তুলে নেন স্পিনার আব্দুর রাজ্জাক।

একই মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৩ সালের ২৯ অক্টোবর হ্যাটট্রিক করেন পেসার রুবেল হোসেন।

২০১৪ সালে ১ ডিসেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে হ্যাটট্রিক করেন বাহাঁতি স্পিনার তাইজুল ইসলাম।

সবশেষ ২০১৭ সালের ২৮ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে হ্যাটট্রিক করেন পেসার তাসকিন আহমেদ। সেটি ছিল ৪১তম ওয়ানডে ও পঞ্চম বাংলাদেশি বোলারের হ্যাটট্রিক।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
সেঞ্চুরি করে সাকিব-মাশরাফিদের স্পর্শ করলেন তাসকিন
কর্মচন্দ্রপুর জামে মসজিদের উদ্বোধন করলেন হুইপ মাশরাফী 
সরকারি টয়লেট নিজের বাড়ির মনে করে ব্যবহারের আহ্বান মাশরাফীর
X
Fresh