• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মিসবাহ-আফ্রিদিদের বিপক্ষে আশরাফুলের ৩৬ বলে ৪৪

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ মে ২০১৭, ১৫:০৫

বাহরাইনের জাতীয় দিবস উপলক্ষে প্রীতি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করে দেশটি। এতে মিসবাহ-উল-হক, শহিদ আফ্রিদি, ইরফান পাঠানের মতো জনপ্রিয় ক্রিকেট তারকাদের সঙ্গে অংশ নেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

ইরফান পাঠানের নেতৃত্বে ‘ইরফান ফ্যালকন্স’ ও মিসবাহ-উল-হকের নেতৃত্বে ‘মিসবাহ ঈগলস’ দু’দলে মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়। আশরাফুল খেলেন ইরফান ফ্যালকন্সের হয়ে।

ইরফান ফ্যালকন্সকে ৬৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে জয় লাভ করেছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য বিদায় নেয়া মিসবাহর দল।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২৪৪ রানের বিশাল পুঁজি পায় মিসবাহ ঈগলস। শতক হাঁকান অধিনায়ক মিসবাহ। ৩৮ বলের ঝড়ো ইনিংসে তিনি ৩১৮ স্ট্রাইক রেটে ১০টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১২১ রান করেন। বুমবুম খ্যাত আফ্রিদি ৪৯ বলে ৫টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৯ রান করেন।

ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও বিশাল লক্ষ্যমাত্রা ছোঁয়াতো দূরের কথা ধারে-কাছেও যেতে পারেনি ইরফান ফ্যালকন্স। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলতে পারে দলটি।

দলকে জেতাতে না পারলেও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার স্যামুয়েলস ৩৩ বলে ৬৯ ও আশরাফুল ৩৬ বলে ৪৪ রান করেন।

কে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh