• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দলকে চাপে ফেলে ফিরলেন সাকিব, বাংলাদেশ ১৩৬/৪

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ মে ২০১৭, ১৮:০৩

ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে সাজঘরে ফিরলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান (৬)। দলীয় ১৩২ রানে সোধির বলে নিশামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এর সঙ্গে চাপে পড়লো টাইগাররা। শেষ খবর পর্যন্ত ৩১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৩৮ রান করেছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ৩৮ ও মাহমুদুল্লাহ রিয়াদ ৪ রান নিয়ে ক্রিজে আছেন।

বুধবার ডাবলিনের ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় ম্যাচটি শুরু হয়। প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করেন টাইগার দু’উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও সৌম্য সরকার। তাদের জুটিতে আসে ৭২ রান। দলীয় এ রানে নিশামের বলে মুনরোর হাতে ক্যাচ দিয়ে তামিম (২৩) ফিরলে এ জুটি ভাঙে।

এরপর ক্রিজে আসেন হার্ডহিটার সাব্বির রহমান। তবে এদিনও ফ্লপ থাকলেন তিনি। মাত্র ১ রান করে ফিরেছেন তিনি। গেলো ম্যাচে করেন ০।

সাব্বিরের বিদায়ের পর ফেরেন মারকুটে ওপেনার সৌম্য সরকার। দলীয় ১১৭ রানে ইশ সোধির বলে টম লাথামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার আগে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নেন এ স্টাইলিশ ব্যাটসম্যান। ৬৭ বলে ৫ চারের সাহায্যে ৬১ রান করে ফেরেন এ ওপেনার।

এ ম্যাচে বাংলাদেশ দলে এসেছে একটি পরিবর্তন। তাসকিন আহমেদের জায়গায় ফিরেছেন দলপতি মাশরাফি বিন মতুর্জা। এক ম্যাচ নিষেধাজ্ঞার কারণে সিরিজের প্রথম ম্যাচে ছিলেন না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
মেসিদের সিনেমা এখন বাংলাদেশে!
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৬ এপ্রিল)
X
Fresh