• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইতিহাস গড়লেন বোল্ট

অনলাইন ডেস্ক
  ২০ আগস্ট ২০১৬, ১১:১৮

অলিম্পিকে টানা তিন আসরে স্প্রিন্টের তিন ইভেন্টে সোনা জিতে ইতিহাস গড়লেন জ্যামাইকান গতিমানব উসাইন বোল্ট।

১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে জয়টা আগেই হয়ে গিয়েছিল। এরপরে অপেক্ষা ট্রিপল ট্রেবল জেতার। রিওতে চার গুণিতক ১০০ মিটার রিলেতে জ্যামাইকার সোনা জয়ের মাধ্যমে পূর্ণ হলো বোল্টের সে স্বপ্ন। তৈরি হল নতুন ইতিহাস।

নয়টি স্বর্ণে সজ্জিত করে বিদায় জানালেন অলিম্পিক ক্যারিয়ারকে। এর আগে এই ইভেন্টে তিনবার জিতেছেন শুধু যুক্তরাষ্ট্রের ফ্র্যাঙ্ক ওয়াইকফ (১৯২৮, ১৯৩২, ১৯৩৬)।

তাই ভক্তদের কাছে বোল্ট এখন ‘দ্য গ্রেটেস্ট’। বোল্ট নিজেই ঘোষণা দিলেন সে কথা। বললেন, ‘আই অ্যাম দ্য গ্রেটেস্ট’।

দৌড় শেষ করতে বোল্ট সময় নেয় ৩৭.২৭ সেকেন্ড। ৩৭.৬০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থানে জাপান। ৩৭.৬২ সেকেন্ড সময় নিয়ে যুক্তরাষ্ট্র তৃতীয় স্থানে থাকলেও নিয়ম ভঙ্গের কারণে বাদ পড়ে তারা।






মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh