• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বুধবার দলের সঙ্গে নামছেন মাশরাফি-সাকিব-মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ মে ২০১৭, ২৩:০০

ত্রিদেশীয় সিরিজের আগে আয়ারল্যান্ড ওলভসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আর এ ম্যাচেই নামছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

বুধবার বেলফাস্টের স্টরমন্টে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় অনুযায়ী বিকেল পৌনে ৪টায়।

এর আগে ইংল্যান্ডের সাসেক্সে দশ দিনের কন্ডিশনিং ক্যাম্পে স্থানীয় দু’ক্লাবের বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলে টাইগাররা ক্রিকেট দল। তবে ম্যাচ দু’টিতে অংশ নিতে পারেননি বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

এদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য শেন গেটকাটেকে অধিনায়ক করে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)।

যদিও আয়ারল্যান্ড মূল দল বর্তমানে ইংল্যান্ড সফরে রয়েছে।

সিরিজের উদ্বোধনী ম্যাচে ১২ মে স্বাগতিকদের মোকাবেলা করবে টাইগাররা। ১৪ মে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড। ১৭ মে নিউজিল্যান্ডের বিপক্ষে ও ১৯ মে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২১ মে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আর ২৪ মে শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সব ম্যাচ ডাবলিনে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় শুরু হবে।

ত্রিদেশীয় সিরিজ শেষে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ফের ইংল্যান্ডে ফিরবে মাশরাফি বাহিনী। বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে এ টুর্নামেন্টের পর্দা উঠবে ১ জুন। পর্দা নামবে ১৮ জুন।

প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভস দল:

শেন গেটকাটে (অধিনায়ক), জন অ্যান্ডারসন, অ্যাডাম ডেনিসন, টাইরনি কেন, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রিন, রব ম্যাকিনলি, জেমস শেনন, ন্যাথান স্মিথ, জ্যাক টেক্টর, শেন টেরি, জ্যামি গ্র্যাসি ও ক্রেগ ইয়ং।

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দল:

মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নাসির হোসেন, সানজামুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান ও শুভাশীষ রায়।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh