• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

স্বাধীনতা দিবস টেনিস প্রতিযোগিতার পর্দা উঠলো

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ মে ২০১৭, ২২:৫৮

উদ্বোধন করা হলো স্বাধীনতা দিবস জাতীয় টেনিস প্রতিযোগিতা ২০১৭।

সোমবার বিকেলে রাজধানীর রমনা এলাকায় জাতীয় টেনিস কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধন করেন সমাজ-কল্যাণ সচিব জিল্লার রহমান।

টুর্নামেন্ট পরিচালক এ.এস.এম হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার ও টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ।

প্রতিযোগিতার ইভেন্টসমূহ হচ্ছে : (১) পুরুষ একক, (২) পুরুষ দ্বৈত, (৩) মহিলা একক, (৪) বালক একক অনূর্ধ্ব-১৮ বছর, (৫) বালিকা একক অনূর্ধ্ব-১৮ বছর, (৬) বালক একক অনূর্ধ্ব-১৪ বছর, (৭) বালিকা একক অনূর্ধ্ব-১৪ বছর, (৮) বালক একক অনূর্ধ্ব-১২ বছর, (৯) বালিকা একক অনূর্ধ্ব-১২ বছর, (১০) মিনি টেনিস (বালক একক অনূর্ধ্ব-১০ বছর, বালিকা একক অনূর্ধ্ব-১০ বছর, বালক একক অনূর্ধ্ব-৮ বছর, বালিকা একক অনূর্ধ্ব-৮ বছর, বালক/বালিকা একক অনূর্ধ্ব-৬ বছর)।

প্রতিযোগিতায় ১৮ টি ক্লাব সংস্থা থেকে মোট ২১০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে । ১৩ তারিখে ফাইনাল ও পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হবে প্রতিযোগীতা।

ওয়াই/এসজে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh