• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দ্বিতীয় সারির দলের কোচ হলেন ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ মে ২০১৭, ১৮:০৬

কয়েকদিন আগেই জাতীয় দলের কোচ হতে চেয়ে আগ্রহ জানিয়েছিলেন আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। তবে তাতে সাড়া দেয়নি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। অবশেষে দুধের স্বাদ ঘোলে মিটছে তার। তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল-ফুজাইরাহ। এ নিয়ে ৫ বছরের ব্যবধানে ফের কোচিংয়ে ফিরছেন শতাব্দীর সেরা গোলদাতা।

ম্যারাডোনা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এর মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককে।

কোচিংয়ে ফেরার বিষয়টি জানিয়ে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাসে ম্যারাডোনা লিখেছেন, আমি আপনাদের কিছু বলতে চাই, সেটি হচ্ছে আরব আমিরাতের দ্বিতীয় বিভাগের দল আল-ফুজাইরাহ এফসির নতুন কোচ হয়েছি।

এ তারকাকে কোচ হিসেবে নিয়োগ দেয়ার পর নিজেদের ওয়েবসাইটে ম্যারাডোনার একটি ছবি প্রকাশ করেছে আল-ফুজাইরাহ। এতে ক্লাবটির লাল ও সাদার মিশেলে তৈরি শার্ট পরে তাকে দেখা গেছে। জার্সির পেছনে লেখা রয়েছে ১০ নম্বর।

এর আগে ২০১১ সালে আরব আমিরাতেরই ক্লাব আল-ওয়াসেল’র কোচ নিযুক্ত হন বোকা জুনিয়র্স, নাপোলি ও বার্সেলোনার সাবেক স্ট্রাইকার। তবে এক বছরের মধ্যেই বরখাস্ত হন হাত দিয়ে বিতর্ক সৃষ্টিকারী গোলদাতা।

সম্প্রতি জাতীয় দলের কোচ এদগার্দো বাউজাকে বরখাস্ত করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এরপর থেকে সেই পদটি এখনো ফাঁকা রয়েছে। সেই জায়গায় স্প্যানিশ ক্লাব সেভিয়ার কোচ হোর্হে সাম্পাওলিকে নেয়ার চিন্তাভাবনা করছে এএফএ। তবে তা ঠিক হবে না জানিয়ে নিজেই আর্জেন্টিনার কোচ হওয়ার ইচ্ছা পোষণ করেন ম্যারাডোনা।

২০০৮ সালে আর্জেন্টিনার কোচ নিযুক্ত হন ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা। তবে সেই যাত্রায়ও ভালো করতে পারেননি তিনি। ২০১০ বিশ্বকাপের পর তাকে সরিয়ে দেয় এএফএ।

বর্তমানে ফিফার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ম্যারাডোনা। গেলো ফেব্রুয়ারিতে তাকে এ হিসেবে নিয়োগ দেয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যারাডোনা ও পেলের মধ্যে কে সেরা, জানালেন ফিফা সভাপতি
মৃত্যুর তিন বছর পর কর ফাঁকির মামলায় মুক্তি পেলেন ম্যারাডোনা
‘ম্যারাডোনা অ্যাওয়ার্ড’ জিতলেন রোনালদো
X
Fresh