• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ এপ্রিল ২০১৭, ১৭:৫০

২০১৫ সালের নভেম্বরে শেষ ওয়ানডে খেলেন লাসিথ মালিঙ্গা। সেই থেকে এখন পর্যন্ত প্রায় দেড় বছরে আর কোনো ওয়ানডে খেলেননি তিনি। সেই মালিঙ্গাকে রেখেই চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট।

শ্রীলঙ্কান নির্বাচকদের ভাষ্য, মালিঙ্গার ফিটনেস সন্তোষজনক। সে এখন ১০ ওভার বল করতে সক্ষম। সঙ্গে ৫০ ওভার মাঠে থাকতেও।

শ্রীলঙ্কান দলে বড় চমক ব্যাটসম্যান চামারা কাপুগেদারা ও পেসান নুয়ান প্রদীপ। ২০১৬ সালের জানুয়ারিতে সবশেষ ওয়ানডে খেলেন কাপুগেদারা। গেলো বছর সবশেষ ওয়ানডে খেলেন প্রদীপও।

ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। চ্যাম্পিয়নস ট্রফিতে তার কাঁধেই থাকছে নেতৃত্বের ভার।

১ জুন থেকে শুরু হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার গ্রুপে খেলবে শ্রীলঙ্কা। ৩ জুন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ম্যাথুস

শ্রীলঙ্কা দল: অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), উপুল থারাঙ্গা (সহ-অধিনায়ক), নিরোশান ডিকভেলা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চামারা কাপুগেদারা, অসেলা গুনারত্নে, দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), সুরঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, নুয়ান কুলাসেকেরা, থিসারা পেরেরা, লক্ষ্মণ সান্দাকান, সেকুগে প্রসন্নে ও লাসিথ মালিঙ্গা।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh