• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নাড়ির টানে নড়াইলে মাশরাফি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ এপ্রিল ২০১৭, ১৬:৩৮

বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র, জাতীয় ওয়ানডে দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মা-বাবার সঙ্গে দেখা করতে জন্মস্থান নড়াইলে এসেছেন। মঙ্গলবার ভোরে নড়াইলে আসেন তিনি।

মাশরাফি এসেছেন বিষয়টি জানাজানি হলে শহরের আলাদাতপুর মামা বাড়িতে ফরিদপুর, যশোর, নড়াইলসহ দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসেন তার সঙ্গে দেখা করতে।

এসময় তিনি তাদের সঙ্গে ছবি তোলেন। প্রিয় মাশরাফিকে একনজর দেখতে পেয়ে ও তার সঙ্গে ছবি তুলতে পেরে সবাই খুশি হন।

মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন জানান, ২ মাস আগে মাশরাফি নড়াইলে এসেছিল। চলতি মাসের ২৭ তারিখে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। দেশের বাইরে খেলতে যাবার আগে মাত্র কয়েক ঘণ্টার জন্য সে সবার সঙ্গে দেখা করতে এসেছে। বুধবারই ঢাকায় ফিরবেন। তার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তিনি।

মাশরাফি বা তার পরিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
সেঞ্চুরি করে সাকিব-মাশরাফিদের স্পর্শ করলেন তাসকিন
কর্মচন্দ্রপুর জামে মসজিদের উদ্বোধন করলেন হুইপ মাশরাফী 
সরকারি টয়লেট নিজের বাড়ির মনে করে ব্যবহারের আহ্বান মাশরাফীর
X
Fresh