• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

টানা তিন অলিম্পিকে বোল্টের রেকর্ড

অনলাইন ডেস্ক
  ১৫ আগস্ট ২০১৬, ১১:৩৭

ফের বিশ্বের দ্রুততম মানব হলেন জ্যামাইকান গতি তারকা উসাইন বোল্ট। রিও অলিম্পিকের ১০০ মিটার দৌড়ে ৯.৮১ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতলেন তিনি। এ নিয়ে টানা তিন অলিম্পিকে স্বর্ণ জেতার রেকর্ড গড়লেন বোল্ট। এটি তাঁর ক্যারিয়ারের সপ্তম স্বর্ণ।

স্বর্ণ পেয়ে বোল্ট বিবিসি স্পোর্টকে বলেন, আমি আশা করেছিলাম, আরো দ্রুত দৌড়াব। আমি জয় পেয়েই খুশি।

গেল ফেব্রুয়ারি মাসে তিনি জানিয়েছিলেন, ২০১৭ সালে বিশ্বচ্যাম্পিয়নশিপসের পর তিনি অ্যাথলেটিকস থেকে অবসর নেবেন। ফলে এটাই উসাইন বোল্টের শেষ অলিম্পিক।

টানা তিন অলিম্পিকে ১০০ মিটার, ২০০ মিটার ও ১০০ মিটার রিলে- তিন ইভেন্টেই হ্যাটট্রিক তার।

এ ইভেন্টে ১০০ মিটার স্প্রিন্টে দ্বিতীয় (রৌপ্য) হয়েছেন জ্যামাইকারই জাস্টিন গ্যাটলিন। তৃতীয় (ব্রোঞ্জ) হয়েছেন কানাডার আন্ড্রে ডি গ্রাসে।

এদিকে নবম দিন শেষে ২৬টি স্বর্ণ, ২১টি রোপ্য ও ২২টি ব্রোঞ্জসহ মোট ৬৯টি পদক নিয়ে তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh