• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

তাসকিনের আগে দেশের হয়ে হ্যাটট্রিক করেন যারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ মার্চ ২০১৭, ১৯:৫৫

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথম ইনিংসের ৪৯ ওভার পর্যন্ত বাংলাদেশ বোলারদের ওপর স্টিম রোলার চালিয়েছে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। তবে ৫০ ওভারে দেখা গেছে উল্টো চিত্র। ইনিংসের শেষ ওভারে টানা ৩ বলে ৩ উইকেট নিয়ে হ্যাটট্রিক করেছেন পেস সেনসেশন তাসকিন আহমেদ। এ নিয়ে ৪১তম ওয়ানডে ও পঞ্চম বাংলাদেশি বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন তিনি।

এবার চলুন এক নজরে দেখে নেয়া যাক বাংলাদেশের হয়ে এর আগে কারা হ্যাটট্রিক করেন-

২০০৬ সালের ২ আগস্ট হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করেন পেসার শাহদাত হোসেন রাজীব।

একই দলের বিপক্ষে ২০১০ সালের ৩ ডিসেম্বের মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হ্যাটট্রিক তুলে নেন স্পিনার আব্দুর রাজ্জাক।

একই মাঠেই নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৩ সালের ২৯ অক্টোবর হ্যাটট্রিক করেন পেসার রুবেল হোসেন।

সবশেষ ২০১৪ সালে ১ ডিসেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে হ্যাটট্রিক করেন বাহাঁতি স্পিনার তাইজুল ইসলাম।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh