• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শুরুতেই মাশরাফির আঘাত

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ মার্চ ২০১৭, ১৫:৪৭

নিজের ধারাবাহিকতা বজায় রাখলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা। প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডেতেও বল হাতে বাংলাদেশকে শুভসূচনা এনে দিলেন। দুর্দান্ত এক ডেলিভারিতে ফেরালেন লঙ্কান ওপেনার দানুশকা গুনাথিলাকে।

নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই লঙ্কানদের উদ্বোধনী জুটি ভাঙেন মাশরাফি। ব্যক্তিগত ৯ রানে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন গুনাথিলা।

শেষ খবর পাওয়া পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ১০ ওভারে ৪৮ রান। ক্রিজে আছেন উপুল থারাঙ্গা ও কুশল মেন্ডিস।

২০০৯ সালের পর বিদেশে এ প্রথম ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। এরই মধ্যে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৯০ রানের বিশাল জয় নিয়ে এগিয়ে আছে বাংলাদেশ। আজ জিতলেই সিরিজটা নিশ্চিত হবে টাইগারদের।

এর আগে বিদেশের মাটিতে বাংলাদেশের হয়ে ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড আছে হাবিবুল বাশার সুমন ও সাকিব আল হাসানের। শ্রীলংকাকে হারাতে পারলে তাদের সঙ্গে নাম লেখাবেন মাশরাফিও।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা দল: ধানুষ্কা গুনারত্নে, উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, আসেলা গুনারত্নে, মিলিন্দা সিরিবর্ধনে, থিসারা পেরেরা, দিলরুয়ান পেরেরা, সুরঙ্গা লাকমল, নুয়ান কুলাসেকেরা, নুয়ান প্রদীপ।

এইচটি/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh