• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মেসিকে ছাড়ালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ মার্চ ২০১৭, ১৩:১৫

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে ছাড়িয়ে গেলেন ব্যালন ডি'অর জয়ী পর্তুগিজ ফুটবলার ক্রিশচিয়ানো রোনালদো।

২০১৬/১৭ মৌসুমে সর্বাধিক উপার্জনকারী ফুটবলার হিসেবে বর্তমানে এক নাম্বারে অবস্থান করছেন রিয়াল মাদ্রিদের এ তারকা।

'ফ্রান্স ফুটবল' ম্যাগাজিনের সর্বশেষ সংখ্যায় ফুটবলারদের সর্বাধিক আয়কারীদের নাম প্রকাশ করা হয়।

১২ পৃষ্ঠার এ প্রতিবেদনে বলা হয়, গেলো বছরের ব্যালন ডি'অরের শিরোপা জিতে প্রথমবারের মতো শীর্ষে উঠে এসেছেন সিআর সেভেন। এতে দ্বিতীয় স্থানে আছেন বার্সেলোনার লিও মেসি।

ব্রাজিল ও বার্সার তারকা নেইমার আছেন এ তালিকার তৃতীয় স্থানে। অন্যদিকে ওয়েলস ও রিয়ালমাদ্রিদের ফরওয়ার্ড গ্যারাথ বেল আছেন চার নাম্বারে।

এছাড়া আর্জেন্টিনা ও হেবেই চায়না ফরচুনের এজেকিয়েল লাভেজ্জি আছেন পঞ্চম স্থানে।

প্রতিবেদনে আরো বলা হয়, ফুটবলারদের মূল বেতন ছাড়াও বোনাস এবং বিজ্ঞপানের মাধ্যমে আয়ের হিসেব যোগ করে এ তালিকা তৈরি করা হয়েছে।

এক নজরে সর্বাধিক উপার্জনকারী ফুটবলার:

নম্বর নাম ক্লাব আয়

১ ক্রিশচিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ৮৭.৫ মিলিয়ন ইউরো

২ লিওনেল মেসি বার্সেলোনা ৭৬.৫ মিলিয়ন ইউরো

৩ নেইমার জেআর বার্সেলোনা ৫৫.৫ মিলিয়ন ইউরো

৪ গ্যারাথ বেল রিয়াল মাদ্রিদ ৪১ মিলিয়ন ইউরো

৫ এজেকিয়েল লাভেজ্জি হেবেই চায়না ফরচুন ২৮.৫ মিলিয়ন ইউরো

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh