• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মাশরাফি-মিরাজের পর তাসকিনের আঘাত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ মার্চ ২০১৭, ১৯:৪২

৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৩২৫ রানের লক্ষ্য ছুঁড়েছে বাংলাদেশ। লক্ষ্যে পৌঁছানোর পথে শুরুতেই হোঁচট খেলো তারা। প্রথম ওভারের তৃতীয় বলেই আঘাতটা হানলেন টাইগার দলপতি মাশরাফি মর্তুজা। শূন্য রানে সাজঘরে ফেরান ওপেনার দানুশকা গুনাথিলাকাকে। পরের আঘাতটি অভিষিক্ত মেহেদী হাসান মিরাজের।

লঙ্কানদের ব্যাটিং ষষ্ঠ ওভারের শেষ বলে মিরাজের বলে ব্যক্তিগত ৪ রানে শুভাগত হোমের হাতে ক্যাচ দেন কুসল মেন্ডিস। এরপর ১১তম ওভারের শেষ বলে লঙ্কান শিবিরে আরো এক টাইগারের সফল আক্রমণ। ১৯ রান করা ওপেনার উপুল থারাঙ্গাকে বধ করেন তাসকিন আহমেদ। তার বলে মাশরাফির হাতে ক্যাচ দেন থারাঙ্গা।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৩ রান শ্রীলঙ্কার।

এর আগে শনিবার ডাম্বুলার রনগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তামিম ইকবালের ১২৭, সৌম্য সরকারের ১০, সাব্বির রহমানের ৫৪, মুশফিকুর রহিমের ১, সাকিব আল হাসানের ৭২, মোসাদ্দেক হোসেনের ২৪ (অপরাজিত), ও মাহমুদুল্লাহর (অপরাজিত) ১৩ রানের সৌজন্যে এ রান পাহাড় গড়ে টাইগারবাহিনী।

শ্রীলঙ্কার হয়ে সুরঙ্গ লাকমল ২টি এবং লাহিরু কুমারা, লক্ষন সান্দাকান ও অসেলা গুনারত্নে নেন ১টি করে উইকেট।

কে/এসজে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh