• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

শততম টেস্ট জয় টাইগার ভক্তদের উৎসর্গ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ মার্চ ২০১৭, ১৮:৩০

শততম টেস্ট জয়টি বাংলাদেশি সকল ভক্তদের উৎসর্গ করলেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, এই জয় সকল টাইগার ভক্তদের উৎসর্গ করলাম। এটা ভালো জয়। এই জয়টা আমাদের ওয়ানডে সিরিজের আগে আরো বেশি প্রেরণা দেবে।

তিনি বলেন, শ্রীলঙ্কা ভালো দল। তাই ওদের বিপক্ষে এই জয়টা আমাদের উজ্জীবিত করবে। শততম টেস্টের সফরটা সহজ ছিল না। অনেক কিছু পেরিয়ে আমরা শততম ম্যাচ খেলতে নেমেছিলাম।’

এদিকে ক্রিকেট মাঠে হাজারো কীর্তি গড়ে মোড়লের ভূমিকায় ভারত ও পাকিস্তান। কিন্তু ২০০ রানের নিচে স্কোর করেও জিততে পারেনি দেশ দু'টি। পারলো বাংলাদেশ। নিজেদের শততম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৯১ রানের টার্গেটকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিল বাংলাদেশ। এরপর তামিম-সাব্বির-মুশফিকের যৌথ প্রচেষ্টায় ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে টাইগার বাহিনী।

রোববার বিকেলে ৪ উইকেটের ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে নিজেদের সামর্থ্যেরই জানান দিলো মুশফিকরা।

দ্বিতীয় ইনিংসে এমন স্কোর করে এর আগে মাত্র দুইবারই জিতেছে শ্রীলঙ্কানরা। একবার পাকিস্তানকে হারিয়ে, আরেকবার ভারতকে। তবে এবার বাংলাদেশের কাছে হেরেছে শ্রীলঙ্কা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh