• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
আমিরাতে বন্যা : ৩ ফিলিপাইন নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় গাড়ির ভেতর আটকে পড়ে দুই ফিলিপাইন নাগরিকের মৃত্যু হয়েছে। এছাড়াও গাড়ি দুর্ঘটনায় আরও এক ফিলিপাইন নাগরিক প্রাণ হারিয়েছেন।   বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস। ফিলিপাইনের এক কর্মকর্তা জানিয়েছেন, গত ১৬ এপ্রিল তাদের মৃত্যু হয়। হানস লিও ক্যাকডাক নামের ওই কর্মকর্তা বলেছেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমিরাতে বন্যার সময় ৩ ফিলিপিনোর মৃত্যু হয়েছে। দুইজন বন্যার কারণে গাড়িতে আটকে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। আরেকজন গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আমরা তাদের পরিবারের প্রতি সর্বোচ্চ সহায়তা প্রদান করব।” সোমবার (১৫ এপ্রিল) রাত থেকে মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত পর্যন্ত মুষলধারে বর্ষণ হয় মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতে। দেশটির আবহাওয়া দপ্তরের রেকর্ড অনুযায়ী, সোম-মঙ্গলবার রাতে পুরো আমিরাতে ২৪৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা গড়ে দেশটির দুই বছরের মোট বৃষ্টিপাতের সমান। গত ৭৫ বছরে এমন প্রবল বর্ষণ আমিরাতে দেখা যায়নি বলেও উল্লেখ করেছে আবহাওয়া দপ্তর। রাস্তায় এতই পানি জমে যায় যে অনেক গাড়ি ভাসা শুরু করে। এছাড়া পানির লেভেল বাড়ার কারণে অনেকে গাড়ির ভেতর আটকা পড়ে যান। তেমনই একটি গাড়ির ভেতর আটকে দুই ফিলিপিনোর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বন্যা ও বৃষ্টির কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। যদিও বৃহস্পতিবার (১৮ এপ্রিল) থেকে বিমান চলাচল স্বাভাবিক হওয়া শুরু করেছে। সূত্র: খালিজ টাইমস
১৮ এপ্রিল ২০২৪, ২৩:০১

শেখ হাসিনাকে গাম্বিয়া ও ফিলিপাইন প্রেসিডেন্টের অভিনন্দন
প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন গাম্বিয়ার প্রেসিডেন্ট অ্যাডামা ব্যারো এবং ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ আর মার্কোস আইআর। শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে অ্যাডামা লিখেছেন, গাম্বিয়ার সরকার ও জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে সাম্প্রতিক নির্বাচনে জয়ী হওয়ায় আপনাকে আমাদের উষ্ণ অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, আমি আমাদের দুই দেশের পারস্পরিক স্বার্থের অনেক ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার জন্য গাম্বিয়া সরকারের প্রতিশ্রুতি নবায়ন করার এই সুযোগটি নিতে চাই। প্রেসিডেন্ট অ্যাডামা আরও বলেন, যদিও আমি আপনাকে পুনরায় নিশ্চিত করতে চাই, গাম্বিয়া সরকার গাম্বিয়া প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে মূল্য দেয়। অন্যদিকে ফিলিপাইনের প্রেসিডেন্ট তার অভিনন্দন বার্তায় লিখেছেন, ফিলিপাইন সরকারের পক্ষ থেকে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে আপনি পুনরায় নির্বাচিত হওয়ায় আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ফার্দিনান্দ আর মার্কোস আইআর বলেন, ফিলিপাইন বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্বের জন্য নতুনভাবে প্রতিশ্রুতিবদ্ধ অন্যান্য দেশগুলোর সঙ্গে যোগ দেয় কারণ আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আমাদের উভয় জনগণের স্বার্থে সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো খুঁজে বের করার জন্য আমাদের ইচ্ছাকে পুনর্ব্যক্ত করছি। তিনি আরও বলেন, আমি আপনার সাফল্য কামনা করি কারণ আপনি আপনার দেশকে আরও অব্যাহত উন্নয়ন এবং অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য জনগণের রায় পেয়েছেন। সূত্র : বাসস
০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২১

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন
৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন। স্থানীয় সময় মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোরে ভূমিকম্পটি আঘাত হানে।  বার্তাসংস্থা আনাদোলু প্রতিবেদনের তথ্যমতে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ৭০ দশমকি ৩ কিলোমিটার গভীরে ছিল। তবে, কম্পনের জেরে আহত বা অবকাঠামোর ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এর আগে, গত ডিসেম্বরের শুরুতে টানা তিনদিন শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপাইন। ভূমিকম্পগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৬ দশমিক ৮, ৬ দশমিক ৪ এবং ৭ দশমিক ৬। উল্লেখ্য, ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। দেশটি ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্প সক্রিয় অঞ্চল ‘প্যাসিফিক রিং অব ফায়ারে’ রয়েছে যা জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরজুড়ে বিস্তৃত।
০৯ জানুয়ারি ২০২৪, ১০:৫১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়