• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
সিডিএর নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ 
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ। বুধবার (২৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেয়া হয়। সিডিএর বর্তমান চেয়ারম্যান নগর আওয়ামী লীগের সহসভাপতি এম জহিরুল আলমের দোভাষ ডলফিনের মেয়াদ শেয়ে তার স্থলাভিষিক্ত হচ্ছেন মোহাম্মদ ইউনুছ। জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব ভাস্কর দেবনাথ স্বাক্ষরিত বুধবারের প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা-৭ অনুযায়ী মোহাম্মদ ইউনুছকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ অফিস আদেশ জারি করা হলো। স্কুল পর্যায় থেকে ছাত্রলীগ করা মোহাম্মদ ইউনুছ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৬৮-৬৯ সালে চট্টগ্রাম মিউনিসিপল হাই স্কুল ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১৯৭০ সালে হন শহর ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক। ১৯৭১ সালের ২ মার্চ নগরীর লালদীঘি মাঠে পাকিস্তানের জাতীয় পতাকা পোড়ান যে কয়জন ছাত্রনেতা তাদের অন্যতম ছিলেন মোহাম্মদ ইউনুছ। ১৯৭১ সালের ২৭ মার্চ পাকিস্তানি নৌ-কমান্ডোদের সঙ্গে চট্টগ্রাম শহরে প্রথম সংঘর্ষের পর রাইফেলসহ গ্রেপ্তার হন ইউনুছ। প্রায় দুই মাস নির্যাতন সহ্য করার পর চট্টগ্রাম কারাগার থেকে মহিউদ্দিন চৌধুরী ও মোহাম্মদ ইউনুছসহ কয়েকজন পালিয়ে ভারতে চলে যান। সেখানে গেরিলা প্রশিক্ষণ শেষে দেশে ফিরে মুক্তিযুদ্ধে অংশ নেন। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ১৯৭৬ সালে প্রতিরোধ যুদ্ধ করতে গিয়ে ওই বছরের ১২ সেপ্টেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার হন মোহাম্মদ ইউনুছ। ১৯৮০-৮২ পর্যন্ত তিনি চট্টগ্রাম শহর ছাত্রলীগের সভাপতি ছিলেন। উত্তর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য হন ১৯৮৮ সালে। ১৯৭০ সালে ৯ মাস, ১৯৭১ সালে ২ মাস ৬ দিন, ১৯৭৬ সাল থেকে চার বছর মোহাম্মদ ইউনুছ কারাগারে বন্দি ছিলেন। সবশেষ সিআরবিতে বেসরকারি হাসপাতাল স্থাপনের উদ্যোগের প্রতিবাদে নাগরিক সমাজ, চট্টগ্রামের লাগাতার ৪৪৫ দিনের আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন মোহাম্মদ ইউনুছ।
২৪ এপ্রিল ২০২৪, ১৮:৩৪

নারী কর্মীদের বোরকা ও নেকাব পরা নিষিদ্ধ করল চট্টগ্রাম চক্ষু হাসপাতাল
নারী কর্মচারীদের বোরকা ও নেকাব পরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল হিসেবে পরিচিত চট্টগ্রাম আই ইনফার্মারি অ্যান্ড ট্রেইনিং কমপ্লেক্স (সিইআইটিসি)-র কর্তৃপক্ষ।  প্রতিষ্ঠানটির মানবসম্পদ ব্যবস্থাপক মো. কবির হোসাইন স্বাক্ষরিত এক অফিস আদেশে নারী কর্মচারীদের বোরকা ও নিকাব পরা কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা আগামী পহেলা মে থেকে কার্যকর করা হবে।   গত ১৬ এপ্রিল জারি করা এ নোটিশে বলা হয়েছে, ‘আমাদের গ্রাহকদের কাছে একটি ইতিবাচক পেশাদার ভাবমূর্তি তৈরি করতে এবং রোগী ও জনসাধারণের আস্থা বাড়াতে এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার একটি অংশ হিসাবে, ব্যবস্থাপনা কর্মীদের জন্য একটি নির্দেশিকা তৈরি করেছে সিইআইটিসি। এটি ১ মে থেকে কার্যকর করা হবে। সবাইকে তাদের সহযোগিতা প্রসারিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।’ এতে বলা হয়েছে, মহিলা কর্মচারীরা মুখ ঢেকে রাখতে পারবেন না। হিজাব অনুমোদিত। ডিউটির সময় নেকাব এবং বোরকা কঠোরভাবে নিষিদ্ধ। নাম প্রকাশ না করার শর্তে সিইআইটিসির নারী কর্মচারী একটি গণমাধ্যমকে বলেন, ইসলামে মুসলিম নারীদের জন্য বোরকা একটি বাধ্যতামূলক ড্রেস কোড। ধর্মীয় এই পোশাকটি নিষিদ্ধ করার অধিকার কর্তৃপক্ষের নেই। এটি অতিরঞ্জিত বাড়াবাড়ি ছাড়া আর কিছু নয়। চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র- সিইআইটিসি নামে পরিচিত হাসপাতালটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। বেসরকারি এ হাসপাতালটি চক্ষু চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। হাসপাতালটিতে প্রতিদিন প্রায় সাত শতাধিক রোগী চিকিৎসা সেবা নিচ্ছে।
২৪ এপ্রিল ২০২৪, ১২:৫৩

চবির শাটল ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) বিকাল বিকাল ৬টার দিকে শহরগামী ট্রেনটি পিলখানা জামে মসজিদ এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। ওই কিশোরের বয়স আনুমানিক ১৩ বছর বলে জানা গেছে। তবে পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম।  তিনি বলেন, ঘটনার প্রত্যক্ষদর্শী কাউকে পাইনি। প্রাথমিকভাবে ধারণা করছি ট্রেনে কাটা পড়ে মারা গেছে। কোমরের ওপর থেকে তার শরীর প্রায় দ্বিখণ্ডিত হয়ে গেছে। তিনি আরও বলেন, নাম বা পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে যতটুকু বুঝতে পেরেছি, সে ভাসমান টোকাই অথবা আশপাশের বস্তির কোনো ছেলে হবে। লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পরিচয় শনাক্ত করা গেলে লাশ হস্তান্তর করা হবে।
১৮ এপ্রিল ২০২৪, ০৬:৪৫

একাধিক পদে চট্টগ্রাম বন্দরে চাকরির সুযোগ
রাজস্ব খাতভুক্ত একাধিক স্থায়ী পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি দুই ক্যাটাগরির পদে ১০ম ও ১২তম গ্রেডে ৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম : চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পদসংখ্যা : ২টি  জনবল : ৪ জন ১. পদের নাম : ইনল্যান্ড মাস্টার প্রথম শ্রেণি পদসংখ্যা : ৩টি যোগ্যতা : এসএসসি পাস। প্রথম শ্রেণির ইনল্যান্ড মাস্টার সনদসহ দুই বছরের অভিজ্ঞতা এবং কর্ণফুলী এনডোর্সমেন্ট। বয়স : ৩০ এপ্রিল, ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৪৫ বছর বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০) ২. পদের নাম : বার্থিং মাস্টার পদসংখ্যা : ১টি যোগ্যতা : এসএসসি পাস। আইএসও-১৯৭৬–এর অধীন কর্ণফুলী এনডোর্সমেন্টসহ প্রথম শ্রেণির ইনল্যান্ড মাস্টার কমপিটেন্সি সনদ। বয়স : ৩০ এপ্রিল, ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর বেতন স্কেল : ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২) বয়স : ৩০ এপ্রিল, ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর আবেদন ফি : অনলাইনে আবেদন ফরম সাবমিট করার পর পরীক্ষার ফি বাবদ পে নাউ অপশনে ক্লিক করে ১ নম্বর পদের জন্য ৫০০ টাকা ও ২ নম্বর পদের জন্য ৩০০ টাকা পরিশোধ করতে হবে। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদনটি বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময় : ৮ মে ২০২৪, রাত ১২টা পর্যন্ত।
১৭ এপ্রিল ২০২৪, ১৩:৪২

চট্টগ্রাম আবাহনীকে উড়িয়ে বসুন্ধরার বিশাল জয়
চলমান প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে এসেও ভাগ্য বদল হয়নি চট্টগ্রাম আবাহনীর। প্রথম দেখায় বর্তমান চ্যাম্পিয়নদের কাছে ৩-০ গোলে হেরেছিল বন্দর নগরীর দলটি। দ্বিতীয় দেখায় রাকিব হোসেনের জোড়ায় গোলে তাদের ৫-০ গোলে বিধ্বস্ত করেছে কিংস। শুক্রবার (৫ এপ্রিল) মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু থেকেই চড়াও হতে থাকে কিংস। ম্যাচের দ্বিতীয় মিনিটেই তাদের এগিয়ে দেন দরিয়েলতন। রিমন হোসেনের পাস থেকে দারুণ শটে জাল খুঁজে নেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।  ১২তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রবসন। বক্সে চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার রায়হান হ্যান্ডবল করলে পেনাল্টি দেন রেফারি। এর সাত মিনিট পরই রবসনের লং পাস থেকে চিপ শটে ব্যবধান বাড়ান রাকিব। প্রথমার্ধের যোগ করা সময়ে চতুর্থ গোলটি করেন গফুরভ। ৪-০ গোল এগিয়ে থেকে বিরতিতে যায় বসুন্ধরার দলটি। দ্বিতীয়ার্ধেও অবশ্য আক্রমণের সেই ধার ধরে রাখতে পারেনি কিংস। তবে কোনো বিপদও ঘটেনি। ৫৩তম মিনিটে দরিয়েলতনে ক্রসে টোকা মেরে নিজের দ্বিতীয় গোলটি করেন রাকিব। শেষ পর্যন্ত ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। এমন নৈপুণ্যে কিংস প্রিমিয়ার লিগের মুকুট ধরে রাখার পথেই থাকলো। ১১ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও শক্ত করেছে তারা। চট্টগ্রাম আবাহনী আগের ১০ পয়েন্টে অষ্টম স্থানেই আছে।
০৫ এপ্রিল ২০২৪, ২১:০১

চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলো ৯ কলেজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজশাহী ও চট্টগ্রাম  অঞ্চলের ৯টি সরকারি কলেজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধিভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত নির্দেশনা ও অনুশাসন বাস্তবায়নের লক্ষ্যে নিম্নোক্ত কলেজগুলোকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার জন্য এ বিভাগ হতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অধিভুক্ত কলেজ চারটি হলো- রাজশাহী সরকারি কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ ও নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। এ ছাড়া এ প্রজ্ঞাপনে চট্টগ্রাম অঞ্চলের পাঁচটি সরকারি কলেজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছে। পাঁচটি কলেজগুলো হলো- চট্টগ্রাম সরকারি কলেজ, হাজী মুহাম্মদ মহসিন সরকারি কলেজ, স্যার আশুতোষ সরকারি কলেজ, সরকারি কমার্স কলেজ ও সাতকানিয়া সরকারি কলেজ। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এমতাবস্থায় উক্ত অনুশাসন যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ যেমন, বিদ্যমান বিধি-বিধান সংশোধন (প্রয়োজনীয় ক্ষেত্রে) ও অপরাপর করণীয় বিষয় সম্পর্কে একটি প্রতিবেদন আগামী ৩০ এপ্রিলের মধ্যে এ বিভাগে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এর আগে ২০১৭ সালে ঢাকার ৭টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।
০৪ এপ্রিল ২০২৪, ২০:৩৪

চট্টগ্রাম টেস্টসহ টিভিতে আজকের খেলা
চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিন আজ (৩ এপ্রিল)। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। এ ছাড়াও আছে বেশ কিছু খেলা। চট্টগ্রাম টেস্ট–পঞ্চম দিন বাংলাদেশ–শ্রীলঙ্কা সকাল ১০টা, গাজী টিভি ও টি স্পোর্টস ঢাকা প্রিমিয়ার লিগ শেখ জামাল–লিজেন্ডস অব রূপগঞ্জ সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল প্রাইম ব্যাংক–পারটেক্স স্পোর্টিং সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল  গাজী গ্রুপ–গাজী টায়ার্স             সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল আইপিএল দিল্লি ক্যাপিটালস–কলকাতা নাইট রাইডার্স রাত ৮টা, স্টার স্পোর্টস ১, গাজী টিভি, টি স্পোর্টস জার্মান কাপ লেভারকুসেন–ডুসেলডর্ফ রাত ১২টা ৪৫ মিনিট, সনি স্পোর্টস টেন ২ ইংলিশ প্রিমিয়ার লিগ আর্সেনাল–লুটন টাউন রাত ১২টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ম্যানচেস্টার সিটি–অ্যাস্টন ভিলা রাত ১টা ১৫ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ২
০৩ এপ্রিল ২০২৪, ০৮:৪৮

চট্টগ্রাম টেস্টসহ টিভিতে আজকের খেলা
চট্টগ্রামে বাংলাদেশ–শ্রীলঙ্কার দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু আজ (৩০ মার্চ)। অন্যদিকে আন্তর্জাতিক বিরতি শেষে মাঠে নামছে বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, নিউক্যাসল ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাবগুলো। এ ছাড়াও আছে বেশ কিছু খেলা। চট্টগ্রাম টেস্ট–প্রথম দিন বাংলাদেশ–শ্রীলঙ্কা সকাল ১০টা, গাজী টিভি, টি স্পোর্টস আইপিএল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস–পাঞ্জাব কিংস রাত ৮টা, স্টার স্পোর্টস ১, গাজী টিভি, টি স্পোর্টস ঢাকা প্রিমিয়ার লিগ আবাহনী–গাজী গ্রুপ সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল শেখ জামাল–মোহামেডান সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল প্রাইম ব্যাংক–লিজেন্ডস অব রূপগঞ্জ সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল ব্রাদার্স ইউনিয়ন–বসুন্ধরা কিংস দুপুর ২টা ৪৫ মিনিট, বাফুফে ইউটিউব চ্যানেল রহমতগঞ্জ–আবাহনী বিকেল ৩টা ১৫ মিনিট, বাফুফে ইউটিউব চ্যানেল ইংলিশ প্রিমিয়ার লিগ নিউক্যাসল–ওয়েস্ট হাম সন্ধ্যা ৬টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১ চেলসি–বার্নলি রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ টটেনহাম–লুটন টাউন রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২ অ্যাস্টন ভিলা–উলভারহ্যাম্পটন রাত ১১টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ব্রেন্টফোর্ড–ম্যানচেস্টার ইউনাইটেড রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ লা লিগা বার্সেলোনা–লাস পালমাস রাত ২টা, র‍্যাবিটহোল, স্পোর্টস ১৮–১ জার্মান বুন্দেসলিগা লেভারকুসেন–হফেনহাইম রাত ৮টা ৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২ বায়ার্ন মিউনিখ–বরুসিয়া ডর্টমুন্ড রাত ১১টা ৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২
৩০ মার্চ ২০২৪, ০৮:৫১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়