• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচনকালীন সরকার রুটিনওয়ার্ক হিসেবে কাজ করে: প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ অক্টোবর ২০১৮, ১৮:১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- নির্বাচনকালীন সরকার রুটিনওয়ার্ক ছাড়া অন্য কোনও কাজ করতে পারে না।

রোববার গণভবনে বিএমএ’র সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চিকিৎসকদের দাবি পূরণের বিষয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন- আগামীতে যদি দেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে দাবিগুলো মেনে নেয়া হবে। তবে আমরা এরইমধ্যে চিকিৎসাখাতে অনেক উন্নয়ন করেছি।

তিনি বলেন, চিকিৎসা সেবা মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করছে সরকার। সাড়ে ১৮ হাজার চিকিৎসাকেন্দ্র থেকে দেশবাসী চিকিৎসা সেবা পাচ্ছেন। চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার যাদের সঙ্গতি নেই, তাদের চিকিৎসা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

তিনি আরও বলেন, আমরা দশ বছর ক্ষমতায় থেকে মানুষের সেবা করার চেষ্টা করেছি। এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা ছিল জাতির জনকের উদ্দেশ্য। সেটাকে কর্তব্য হিসেবে মনে করে দেশের জন্য কাজ করছি। নিজেরা কি পেলাম না পেলাম এটা নিয়ে ভাবছি না। মানুষকে কিভাবে দেয়া যায় আমরা এই প্রত্যয় নিয়ে কাজ করছি।

আরও পড়ুন :

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh