• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঢাবিতে হামলার ঘটনায় জাবি শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

  ১৬ জুলাই ২০১৮, ১৫:৫২

কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের ব্যানারে সোমবার সকালে এ বিক্ষোভ হয়।

সোমবার বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে একটি মৌন মিছিল শুরু হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা, অধ্যাপক মানস চৌধুরী, অধ্যাপক সাঈদ ফেরদৌসসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, কোন সভ্য স্বাধীন দেশে কোটা সংস্কারের মতো একটি যৌক্তিক দাবিকে নসাৎ করার অধিকার কারোর নেই। সরকারি ছাত্র সংগঠন ছাত্রলীগ যেভাবে কোটা আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের উপর দমন পীড়ন চালাচ্ছে তা লজ্জাজনক। শান্তিপূর্ণ্য আন্দোলন, মিছিল-মিটিং শিক্ষার্থীদের অধিকার। এই অধিকার ক্ষুন্ন করে সরকার অগণতান্ত্রিক আচরণ করছে।

এ সময় বক্তারা অবিলম্বে কোটা আন্দোলনকারীদের ন্যায্য দাবি মেনে নিয়ে বন্দিদের মুক্তি প্রদানের জোরালো দাবি জানান।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবির ডিন নির্বাচন ১৫ মে
যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষকের নিয়োগ স্থগিত
জাবিতে বেড়াতে যাওয়া চার কিশোরকে আটকে টাকা আদায়ের অভিযোগ 
জাবিতে নিপীড়নবিরোধী মঞ্চের মানববন্ধন
X
Fresh