• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানালেন বি. চৌধুরী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ জুন ২০১৮, ২২:৩০

সাবেক রাষ্ট্রপতি, বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের জন্য সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার অথবা জাতীয় সরকার গঠনের জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি।

শনিবার দুপুরে রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিকল্পধারার কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ দাবি জানান।

বি. চৌধুরী বলেন, ‘একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনে সংবিধান সংশোধন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার অথবা সবদলের সম্মতিক্রমে স্বীকৃত জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে। এটা জনগণের মৌলিক দাবি। সরকার সত্যিকারের নির্বাচন করতে চাইলে তত্ত্বাবধায়ক সরকার বা জাতীয় সরকারের কোনও বিকল্প নেই।’

সাবেক এই রাষ্ট্রপতি দুঃখপ্রকাশ করে বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্ন উঠলে এই সরকারের মন্ত্রীরা বলেন, তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে নাই। কিন্তু তারা তো এটাও জানেন, সংবিধান সংশোধন করে নির্বাচনকালীন এই সরকার ব্যবস্থা আবার পুনর্বহাল করা যায়।’

তিনি আরও বলেন, ‘আমি যখন সংসদে উপনেতা ছিলাম, সে সময় ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের পর একরাতে তত্ত্বাবধায়ক সরকার বিল পাস করেছিলাম। তারপর মাত্র চার মাসের মধ্যে নতুন নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করেছিলাম এবং ওই নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছিল। সুতরাং আপনারা (আওয়ামী লীগ) কেন সংবিধান সংশোধন করে আগামী এক মাসের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার বা জাতীয় সরকার গঠন করতে পারবেন না?’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিকল্পধারার কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মো. ইউসুফ, ব্যারিস্টার ওমর ফারুক, হাফিজুর রহমান ঝন্টু, মাহফুজুর রহমান, ওবায়েদুর রহমান, মো. শাহ আলম, বিএম নিজাম, এখলাস উদ্দিন, মো. তানভীর মনিরুল ইসলাম সুমন প্রমুখ।

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আল-কাহতানির দাবি সত্যি হলো, বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় যাচ্ছে সৌদি
মুক্তিযোদ্ধার কুশপুত্তলিকা দাহ, মেয়রের বিচারের দাবি 
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
তীব্র গরমের জন্য দায়ী সরকার : মির্জা আব্বাস
X
Fresh