• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কোটা সংস্কার: শাহবাগ থানায় ৪ মামলা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ এপ্রিল ২০১৮, ২১:০৭

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষ এবং উপাচার্যের বাসায় হামলা-ভাংচুরের ঘটনায় শাহবাগ থানায় ৪টি মামলা করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মারুফ হোসেন সরদার আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপাচার্যের বাসায় হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি অভিযোগ দায়ের করেছে।

উপাচার্যের বাড়ির হামলার ঘটনার বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে এ মামলা করেছেন।

এছাড়া পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্য ও শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে বাকি ৩টি মামলা করেছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : এতো বড় মিছিল ২৫-৩০ বছরে দেখি নাই: মওদুদ
--------------------------------------------------------

তবে মামলায় কোনো আসামির নাম ও সংখ্যা উল্লেখ করা হয়নি।

গেলো ৮ এপ্রিল রাত একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামানের বাসভবনে হামলা চালায় একদল দুর্বৃত্ত।

ওইদিন রাতভর ক্যাম্পাসে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। তবে উপাচার্য দাবি করেছেন, তাকে হত্যাচেষ্টা করা হয়েছিল। হামলা ছিল পরিকল্পিত। বিশ্ববিদ‌্যালয়ের ছাত্ররা এতে জড়িত নয় বলেও গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।

এদিকে সংসদে প্রধানমন্ত্রী বলেন, ভিসির বাড়ি যারা ভেঙেছে, লুটপাট করেছে, লুটের মাল কোথায় আছে, কার কাছে আছে, ছাত্রদেরই তো বের করে দিতে হবে। যারা ভাংচুরে জড়িত, তাদের অবশ্যই বিচার হতে হবে। এরইমধ্যে গোয়েন্দা সংস্থা কাজ করছে। এজন্য ছাত্র–শিক্ষকের সহযোগিতা চাই।

আরও পড়ুন :

এসজে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh