• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বৃহস্পতিবার সিদ্ধান্ত জানাবেন আন্দোলনকারীরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ এপ্রিল ২০১৮, ১৯:১৬

প্রধানমন্ত্রীর বক্তব্যের বিভিন্ন দিক রাতে বিশ্লেষণ করা হবে। এরপর বৃহস্পতিবার সকাল ১০টায় রাজু ভাস্কর্যের সামনে সংবাদ সম্মেলন করে সংগঠনের মতামত জানানো হবে।

বললেন সাধারণ ছাত্র অধিকার রক্ষা পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বিকেলে সংসদে সরকারি চাকরির কোটা প্রসঙ্গে বক্তব্য দেন। তার এই বক্তব্যের পর রাশেদ খান সাংবাদিকদের এ কথা বলেন।

রাশেদ খান জানান, কোটা থাকবে না, তা আমরা চাই না। আমরা সংস্কার চাই। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। কোটার দরকার আছে। সবার কথা বিবেচনা করে সেটার একটি সহনীয় পর্যায়ে সংস্কার চাই। কোটার বিষয়ে কী পদক্ষেপ নেয়া হবে, সে ব্যাপারে প্রধানমন্ত্রীর সরাসরি বক্তব্য চান তারা।

--------------------------------------------------------
আরও পড়ুন : ‘কোটা সংস্কার বাস্তবায়নের সময়সীমা বললেই ঘরে ফিরবো’
--------------------------------------------------------

তিনি বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রী শুধু ঘোষণা দিলেই হবে না, বাস্তবায়নের সময়সীমা বললেই ঘরে ফিরবো।

রাশেদ বলেন, কোটা সংস্কার বাস্তবায়নের সময়সীমা উল্লেখ করলেই আমরা ঘরে ফিরে যাব।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বলেন, কেউ যখন কোটা চায় না, তখন সব কোটা বাতিল। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীদের বিশেষ ব্যবস্থায় সরকারি চাকরিতে নিয়োগ দেয়া হবে।

আরও পড়ুন :

এসজে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৯ মার্চ : ইতিহাসে আজকের এই দিনে
শিক্ষা-সেবা-গবেষণায় প্রাধান্য দেবে বিএসএমএমইউ : নতুন উপাচার্য
বিএনপির মন্ত্রীদের বউরা ভারত থেকে শাড়ি এনে বিক্রি করত : প্রধানমন্ত্রী
‘অকৃতজ্ঞরা ভুলে যায় জিয়াকে মেজর জেনারেল বানিয়েছিল আওয়ামী লীগ’
X
Fresh