• ঢাকা সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
logo

মেনে নেয়া যায় না: মির্জা ফখরুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ এপ্রিল ২০১৮, ১৫:০৪

প্রধানমন্ত্রী সরকারি টাকা খরচ করে নৌকায় ভোট চেয়ে বেড়াচ্ছেন। আর কেউ করতে পারবে না, কাউকে কোনো সুযোগ দেওয়া হবে না, এটা কখনো মেনে নেওয়া যায় না।

বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসব কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, ‘আজকের মূল বিষয়টা কি? দেশে গণতন্ত্র নেই। আমাদের অধিকার নেই। আপনাদের (মিডিয়ার) সবকিছু লেখার এবং বলার অধিকার নেই। সুতরাং সেই জায়গাগুলোতে আমাদের যাওয়া উচিত। আমাদের সেই চেষ্টা করা উচিত।’

--------------------------------------------------------
আরও পড়ুন: খালেদার মুক্তির দাবিতে লিফলেট বিতরণ
--------------------------------------------------------

কারাবন্দী খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে পূর্বঘোষিত প্রচারপত্র বিতরণ কর্মসূচি ছিল আজ রোববার। তারই ধারাবাহিকতায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রচারপত্র বিতরণ করেন মির্জা ফখরুল। বিতরণ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির অংশ নেবে কি না এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘আজকে আমাদের সিনিয়র নেতাদের যৌথসভা আছে, সেই সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

খালেদা জিয়ার অসুস্থতা বিষয়ে মিডিয়ার আরও বেশি জানা দরকার বলে মনে করেন ফখরুল। সেই সঙ্গে তিনি এও বলেন, বিএনপি এ নিয়ে বক্তব্য দিয়েছে। জাতি জেনেছে কী হচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, রাজনৈতিক অধিকার আমাদের সংবিধান ও নির্বাচন কমিশনের বিভিন্ন আরপিওর মধ্যে সীমাবদ্ধ। এটা সব রাজনৈতিক দলের জন্য।

বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি সারা দেশে কয়েক দিন ধরে চলবে বলে জানান ফখরুল। এরপরে তাঁরা অন্যান্য কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান।

মির্জা ফখরুল ছাড়াও দলের জ্যেষ্ঠ নেতারা রাজধানীর বিভিন্ন জায়গায় আজ লিফলেট বিতরণ করছেন।

আরও পড়ুন:

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মানুষ যে আশা নিয়ে স্বাধীনতাযুদ্ধ করেছিল, তা আজও পূরণ হয়নি’
দেশে ফিরছেন বিএনপি মহাসচিব
‘ভিত্তিহীন মামলা দিয়ে বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে’
আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবেই গণতন্ত্রবিরোধী শক্তি : ফখরুল
X
Fresh