• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

প্রশ্নফাঁসকারীদের লাল কার্ড দেখালো ছাত্র ইউনিয়ন

রাজবাড়ি প্রতিনিধি

  ০৩ মার্চ ২০১৮, ১৬:৪৮

রাজবাড়িতে কোচিং ব্যবসায়ী ও প্রশ্নফাঁসকারীদের লাল কার্ড দেখিয়েছে ছাত্র ইউনিয়ন। শনিবার এক কর্মসূচিতে এ লাল কার্ড দেখায় সংগঠনটির কর্মীরা।

সকালে স্থানীয় আজাদী ময়দান থেকে লাল কার্ড হাতে সাইকেল র‌্যালি বের করেন শহর ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশ করে সংগঠনটি।

এ সময় রাজবাড়ি শহর কমিটির সভাপতি কাউসার আহম্মেদ রিপন, সাধারণ সম্পাদক আজিজুল হাকিম বাপ্পী, সাংগঠনিক সম্পাদক আবু কাউসার জনিসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

সমাবেশে শহর ছাত্র ইউনিয়নের সভাপতি কাউসার আহম্মেদ রিপন বলেন, দেশজুড়ে ব্যাঙের ছাতার মতো কোচিং সেন্টার খোলা হচ্ছে। অনেক কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পড়তে বাধ্য করা হচ্ছে। এতে করে শিক্ষার্থীদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্থ হচ্ছে।

তিনি আরো বলেন, অব্যাহত প্রশ্নফাঁসে ধ্বংসের কবলে পড়েছে দেশের শিক্ষাখাত। কিন্তু এখনো শিক্ষামন্ত্রী বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন।

অবিলম্বে কোচিং ব্যবসা ও প্রশ্নফাঁস বন্ধ না করা হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারি দেন এ ছাত্রনেতা।

আরও পড়ুন:

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবি ছাত্র ইউনিয়ন সংসদের ৩২তম সম্মেলন ২৭-২৮ ফেব্রুয়ারি
X
Fresh