• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

রোগীদের বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দেবে উবার

তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ০৩ মার্চ ২০১৮, ১২:৫৮

ধরুন, আগামীকাল সকাল ১০টায় আপনার ডাক্তারের অ্যাপয়েনমেন্ট। বাসা থেকে নেমেই দেখলেন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবার জন্য অপেক্ষা করছে উবার। চলতি মাসের প্রথম দিন থেকে উবার হেলথ নামক নতুন এ সেবাটি মার্কিন যুক্তরাষ্ট্রে চালু হয়েছে।

এক ব্লগ পোস্টে উবার নতুন এ সেবা সম্পর্কে জানিয়েছে।

উবার হেলথের সেবা নিতে হলে স্মার্টফোন অথবা উবার অ্যাপ থাকারও প্রয়োজন নেই। আপনি যেই ক্লিনিকে বা হাসপাতালে বা চিকিৎসকের কাছে যাবেন সেই ক্লিনিকের একজন স্বাস্থ্য সহকারী আপনার অ্যাপয়েনমেন্টের দিন ও সময় দেখে উবার হেলথ ড্যাশবোর্ডে আপনার রাইডটি বুক করে রাখবে।

বুক করার পর যাত্রী অর্থাৎ রোগীর ফোনে একটি ক্ষুদেবার্তায় ভবিষ্যতের ট্রিপের বিস্তারিত পাঠিয়ে দেয়া হবে। তারপর যেদিন যাত্রীকে তার বাসা থেকে পিক করতে যাবে ওইদিন আবারও ম্যাসেজ দিয়ে মনে করিয়ে দেবে। নির্দিষ্ট দিনে যাত্রীকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে।

কয়েক ঘন্টা থেকে এক মাস আগে পর্যন্ত উবার রাইডের ট্রিপ বুক করতে পারবেন স্বাস্থ্য সহকারীরা।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের শতাধিক হাসপাতাল, ক্লিনিক ও ফিজিক্যাল থেরাপির প্রতিষ্ঠান উবার হেলথে সাইন আপ করেছে।

উবার যুক্তরাষ্ট্রভিত্তিক কমিউনিটি ট্রান্সপোর্টেশন এজেন্সির বরাত দিয়ে এক তথ্যে জানায়, প্রতিবছর যানবাহনের অভাবে ৩৬ লাখ আমেরিকান ডাক্তারের অ্যাপয়েনমেন্ট মিস করে যেটা মোট ডাক্তারের অ্যাপয়েনমেন্ট নেয়া রোগীর ৩০ শতাংশ।

গ্রাহকের এই চাহিদা পূরণের লক্ষেই উবারের এই নতুন উদ্যোগ, জানান উবার হেলথের ম্যানেজার ক্রিস ওয়েবার।

উবার হেলথ এক্সিকিউটিভ জে হোলি টাইম ম্যাগাজিনের সঙ্গে আলাপকালে জানান, যেসব হেলথ কেয়ার প্রোভাইডার উবার হেলথে সাইন আপ করবে তাদের কাছ থেকে উবার মাসিক ভিত্তিতে ভাড়া নেবে। যাত্রী কিংবা রোগীর কাছ থেকে কোনো অর্থ নেবে না।

মার্কিন যুক্তরাষ্ট্রে উবারের প্রতিদ্বন্দী লিফ্ট ‘কনসিয়ের্জ’ নামে রোগী পরিবহনের একইরকম একটি সেবা চালু রয়েছে।

এ সেবার ফলে দীর্ঘদিন ধরে নিম্ন আয়ের মানুষের ডাক্তারের কাছে যাওয়ার যে অপারগতা ছিল সেটা দূর হবে বলে ধারণা করছেন স্বাস্থ্য খাত বিশ্লেষকরা।

আরও পড়ুন:

কেএইচ/এসআর

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এফডিসিতে মারামারি, যা বললেন অঞ্জনা
হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফরোয়ার্ড তেভেজ
হাসপাতালে সৌদি বাদশাহ
লক্ষ্মীপুরে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা
X
Fresh