• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

‘আফসানা জীবিত, ন্যাচারালি ডেড না হলে তো বলতে পারি না’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ মার্চ ২০১৮, ১৫:২৭

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন ইউএস-বাংলার পাইলট ক্যাপ্টেন আবিদের স্ত্রী আফসানা খানম। আশঙ্কাজনক অবস্থায় কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে তিনি বেঁচে আছেন। জানালেন নিউরো সায়েন্স হাসপাতালের অধ্যাপক ডা. বদরুল আলম।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালের আইসিইউর সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডাক্তার বদরুল আলম বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে আফসানার মৃত্যুসংবাদ প্রকাশ করা হয়েছে।তিনি এখনো জীবিত আছেন। নেচারালি ডেড না হলে তো আমরা ডেড বলতে পারি না।তবে তার অবস্থা সংকটাপন্ন ও আশঙ্কাজনক, এটা আমরা বলতে পারি।

--------------------------------------------------------
আরও পড়ুন: নেপালে আহত কবির হোসেনকে ঢাকায় আনা হয়েছে
--------------------------------------------------------

তিনি বলেন, আফসানার ব্রেন কাজ করছে না। তবে কিডনি, হার্টসহ অন্য অর্গান এখনো সচল রয়েছে। মস্তিষ্কে অস্ত্রোপচারের সময় মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে। মস্তিষ্কের অবস্থার উন্নতি হলে তা লাগানো হবে।

সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে আফসানার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এমনকি তার মৃত্যুর খবর দিয়ে কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলে স্ক্রলও দেওয়া হয়। এই খবরে তার আত্মীয়স্বজনের অনেকে হাসপাতালে আসতে থাকেন।

আরও পড়ুন:

এমকে

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একাধিক লোকবল নিয়োগ দেবে ইউএস-বাংলা, লাগবে না অভিজ্ঞতা
এসএসসি পাসে চাকরি দেবে ইউএস-বাংলা, কাজ বিমানবন্দরে 
ইতিহাস গড়ল ইউএস-বাংলা, আবুধাবিতে বেসরকারি ফ্লাইট চালু
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, আবেদন অনলাইনে
X
Fresh