• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিসিএস পরীক্ষার্থীদের জন্য এলো প্রস্তুতিমূলক অ্যাপস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ আগস্ট ২০১৭, ১৬:৪৪

৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতিমূলক অ্যান্ড্রয়েড অ্যাপস ‘BCS Preliminary Test Preparation’ তৈরি করেছে দেশীয় অনলাইন ভিত্তিক ফ্রিল্যান্সার প্রতিষ্ঠান True Hunter।

এরইমধ্যে পরীক্ষার্থীদের মাঝে অ্যাপসটি ব্যাপক সাড়া ফেলেছে। অ্যাপসটিতে রয়েছে বিগত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নগুলো এবং তার সমাধান। তবে সমাধান পেতে হলে পরীক্ষার্থীকে বিগত বছরের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে।

এতে পরীক্ষার্থী তার প্রস্তুতিকে ভালোভাবে যাচাই করার সুযোগ পাবে। এছাড়া রয়েছে নির্দিষ্ট সময়ের মাঝে বিষয়ভিত্তিক মডেল টেস্ট।

অ্যাপসটিতে ৫ মিনিট কনটেস্ট নামক একটি মেন্যু আছে। এই মেন্যুতে ক্লিক করে পরীক্ষার্থীরা ৫ মিনিটে ১৫ টি প্রশ্নের উত্তর দিতে পারবেন এবং প্রতিদিন সর্বোচ্চ সঠিক উত্তরদাতা পাবেন পুরস্কার।

সহায়ক মেন্যুতে ক্লিক করলে ৫ মিনিট কনটেস্ট এ অংশ নেয়ার নিয়মাবলী জানতে পারবেন পরীক্ষার্থীরা।

BCS Preliminary Test Preparation অ্যাপসটি ডাউনলোড করার লিংক: https://goo.gl/xoc2UF।

এছাড়া play.google.com এ True Hunter লিখে সার্চ দিলে True Hunter এর তৈরি অন্যান্য অ্যাপস পাওয়া যাবে।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh