• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

বৃষ্টিতে ভিজে আমরণ অনশনে নন-এমপিও শিক্ষকরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ জুন ২০১৮, ১৭:৩১

প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন শুরু করেছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

সোমবার (২৫ জুলাই) সকাল ১০টা থেকে কয়েকশ’ নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্তির দাবিতে এই কর্মসূচি পালন করছেন।

নন-এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী আরটিভি অনলাইনকে বলেন, টানা ১৫ দিন ধরে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছি।

সুনির্দিষ্ট কোনও আশ্বাস পাইনি। তাই বাধ্য হয়েই আজ আমরণ অনশন কর্মসূচি শুরু করেছি। বৃষ্টি হলেও কিছু করার নেই।

একই দাবিতে ১০ জুন থেকে শিক্ষক-কর্মচারীরা একই স্থানে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : জুলাইয়ের শেষে এইচএসসির ফল প্রকাশ
--------------------------------------------------------

এই সময়ের মধ্যে রাষ্ট্রপতি, স্পিকার ও ডেপুটি স্পিকারের কাছে তারা এমপিওভুক্ত করার দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন।

গেলো শনিবার তারা এই স্থানে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন।

তারা আগেই সোমবার থেকে আমরণ অনশনে যাবার ঘোষণা দিয়েছিলেন।

আরও পড়ুন :

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেমন থাকবে আজকের আবহাওয়া
অব্যাহত তাপপ্রবাহের মধ্যে শিলাবৃষ্টির আভাস
তিন দিনের মধ্যেই যেসব জায়গায় বৃষ্টির আভাস
যে রেস্টুরেন্টে দুপুর হলেই নামে বৃষ্টি, তীব্র গরমে মেলে স্বস্তি
X
Fresh