• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

এইচএসসিতে ৮ বোর্ডের পাসের খবর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ জুলাই ২০১৭, ১৮:২৯

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ। এবারের সারাদেশে পাশের হার ৬৮.৯১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৩৭ হাজার ৭২৬ জন।

৮ শিক্ষা বোর্ডের পাসের খবর

ঢাকা বোর্ডের পাসের হার ৬৯.৭৪ শতাংশ। আট শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী এবার ঢাকা বোর্ডে। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৮ হাজার ৯৩০ জন।

দিনাজপুর বোর্ডে পাসের হার ৬৫.৪৪ শতাংশ, জিপিএ ৫-পেয়েছে ২৯৮৭ জন। এ শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে এবং জিপিএ-৫ এ শীর্ষে রয়েছে রংপুর জেলা। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ১৬১০ জন। দ্বিতীয় স্থানে রয়েছে দিনাজপুর।

রাজশাহী বোর্ডে পাসের হার ৭১.৩০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ২শ’ ৯৪ জন। এ শিক্ষা বোর্ডে এবার কমেছে পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। পাসের হারে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে ছেলেরা।

বরিশালে শিক্ষা বোর্ডে পাসের হার ৭০.২৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৮শ’ ১৫ জন। আগের বছরগুলোর মতো এবারও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে সবক্ষেত্রে মেয়েরা ভালো ফল করেছে। এবার বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৬০ হাজার ৪৮৬ জন। তার মধ্যে ছেলে পরীক্ষার্থী ছিল ৩১ হাজার ৩৩৯ জন। পাস করেছে ২১ হাজার ১১১ জন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৬১.০৯ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩শ’ ৯১ জন। গেলোবারের চেয়ে এ বোর্ডে পাশের হার ও জিপিএ ৫ এর সংখ্যা কমেছে। সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে চট্টগ্রাম কলেজ।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান জানান, এবারের প্রশ্ন পদ্ধতির কারণে জিপিএ-৫ এর সংখ্যা কমেছে। এছাড়াও আইসিটি পরীক্ষা খারাপ হাওয়ার কারণেও পাশের হার কমেছে।

কুমিল্লা বোর্ডের পাসের হার ৪৯.৫২ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৬শ’ ৭৮ জন। এ বোর্ডের পাশের হার গেলোবারের তুলনায় প্রায় কমেছে ১৫ শতাংশ। কমেছে জিপিএ-৫ এর সংখ্যাও।

এ বোর্ডে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের ফলাফল মোটামুটি হলেও বিপর্যয় ঘটেছে মানবিক বিভাগের পাসের হারে। বিজ্ঞানে ৭২ দশমিক ৭২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় ৪৯ দশমিক ৪৯ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তবে মানবিক বিভাগে ৪২ হাজার ৩শ’ ৯৩ জনের মধ্যে পাস করেছেন মাত্র ১৬ হাজার ২৭২ জন।

যশোর বোর্ডে পাসের হার ৭০.০২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৪শ’ ৪৭ জন। যশোর বোর্ডের ১০ জেলার মধ্যে প্রথম স্থানে রয়েছে খুলনা জেলা, দ্বিতীয় স্থানে মেহেরপুর, তৃতীয় স্থানে সাতক্ষীরা, চতুর্থ স্থানে ঝিনাইদহ, পঞ্চম স্থানে কুষ্টিয়া, ষষ্ঠ স্থানে চুয়াডাঙ্গা, সপ্তম স্থানে যশোর, অষ্টম স্থানে বাগেরহাট, নবম স্থানে নড়াইল এবং সর্বশেষ দশম স্থানে রয়েছে মাগুরা জেলা।

সিলেট বোর্ডের পাসের হার ৭২.০০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৭শ’ জন। এবার সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে ধস নেমেছে। গেলো বছর যেখানে ১ হাজার ৩৩০ জন জিপিএ-৫ পেয়েছিল। এবার তা প্রায় অর্ধেকে নেমে এসেছে। তবে ৭২ শতাংশ পাসের হার নিয়ে আট শিক্ষা বোর্ডের মধ্যে শীর্ষে রয়েছে সিলেট বোর্ড।

এসএস

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে প্রদর্শনের উপযোগী নয় রাফির ‘অমীমাংসিত’
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
কারিগরি বোর্ডের সাবেক চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি
X
Fresh