• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

জিপিএ-৫ এ শীর্ষে ঢাকা বোর্ড

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ জুলাই ২০১৭, ১৭:২৪

আট শিক্ষা বোর্ডের মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ডে। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৮ হাজার ৯৩০ জন।

২০১৭ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১০টি বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ। ১০টি বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ৩৭ হাজার ৭২৬ জন। তবে গেলোবারের চেয়ে এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই কম।

এদিকে, পরীক্ষার খাতা ভালোভাবে মূল্যায়ন করার কারণেই পাসের হার কিছুটা কমেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নুরুল ইসলাম নাহিদ বলেন, এবার পাস কম হওয়ায় আমরা বিস্মিত হইনি। পরীক্ষার খাতা ভালোভাবে মূল্যায়ন করার কারণেই এ ফল হয়েছে। গেলো এসএসসি পরীক্ষায়ও একই ঘটনা ঘটেছে।

অন্যদিকে, সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে ধস নামলেও ৭২ শতাংশ পাসের হার নিয়ে আট শিক্ষা বোর্ডের মধ্যে শীর্ষে রয়েছে সিলেট বোর্ড।

এসএস

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এইচএসসিতে ঢাকা বোর্ডে কতজন বৃত্তি পেলেন, কত টাকা পাবেন
X
Fresh