• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘রামপাল বিদ্যুৎ প্রকল্প আত্মঘাতি’

অনলাইন ডেস্ক
  ০৮ আগস্ট ২০১৬, ১৭:৪২

‘সুন্দরবনে রামপাল বিদ্যুৎ প্রকল্প দেশের জন্য আত্মঘাতি’ মন্তব্য সুশাসনের জন্য নাগরিক-সুজনের। সংগঠনটি মনে করে, এটি বাস্তবায়িত হলে শুধু বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনই ধ্বংস হবে না, বিপর্যস্ত হবে জীব-বৈচিত্র। দুষিত হবে নদ-নদী, কর্ম হারাবে লক্ষাধিক প্রান্তিক মানুষ।

তবে সুন্দরবন থেকে নিরাপদ দূরত্বে রামপাল প্রকল্প বাস্তবায়ন করতে সরকারকে পরামর্শ দেয় সুজন।

সোমবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন খান ও সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

সুজন নেতৃদ্বয় বলেন, জনগণের চাহিদা পূরণে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি সরকারের অত্যাবশ্যকীয় করণীয়। কিন্তু তা জাতীয় স্বার্থ ক্ষতি করে নয়। কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বন্ধ করতে হবে। চাহিদা পূরণে বিকল্প হিসেবে বায়ুচালিত বিদ্যুৎ, সৌরবিদ্যুৎ, জলবিদ্যুৎ, বর্জ্য পদার্থ থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়।

সুজন মনে করে, বিদেশের সঙ্গে সম্পাদিত যে কোন চুক্তি জনস্বার্থে গণশুনানী করা আবশ্যক।

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষায় ৫৩টি সংগঠনের সমন্বয়ে গঠিত সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির চলমান আন্দোলনেও সংহতি প্রকাশ করে নাগরিক সংগঠনটি।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh