• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ জানুয়ারি ২০১৭, ২১:০৭

ঢাকা কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দু’ ছাত্র আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত দু’জন হলেন রাসেল ও মামুন।

শনিবার সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে এই সংঘর্ষের ঘটনা শুরু হয়। এসময় ক্যাম্পাসে থাকা সাতটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় ছাত্রলীগ কর্মীরা।

পুলিশ জানায়, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কলেজের উত্তর ছাত্রাবাসে তল্লাশি চালানো হয়েছে। এছাড়া ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, ক্যাম্পাসে ছাত্রলীগের দু’টি পক্ষ রয়েছে। এর একটির নেতৃত্বে আছেন শাখা ছাত্রলীগের আহ্বায়ক নুরে আলম ভূঁইয়া। অন্য পক্ষে আছেন যুগ্ম আহ্বায়ক হিরণ ভূঁইয়া, শেখ রাসেল ও রাসেল মাহমুদ। সন্ধ্যায় হঠাৎ করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ২০ থেকে ২২টি গুলির শব্দ শোনা যায়।

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh