• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

যানজট এড়াতে চাকাবিহীন বাস!

অনলাইন ডেস্ক
  ০৪ আগস্ট ২০১৬, ১৫:৪০

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। দেশটির জনগণকে কর্মব্যস্ত থাকতে হয় সারাক্ষণ। কিন্তু রাস্তাঘাটে দীর্ঘ যানজটের কারণে তাদের প্রতিদিনের কাজকর্ম ব্যাহত হয়, পড়তে হয় ভোগান্তিতে।

দেশটি এ সমস্যা সমাধানে নানা পদক্ষেপ নিতে শুরু করেছে। চলতি সপ্তাহে হেবেই প্রদেশে একটি অত্যাধুনিক বাস পরীক্ষামূলক যাত্রা শুরু করে।

সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বাসটি সাধারণ কোনো বাসের মত নয়। এটি একটি ট্রানজিট এলিভেটেড বাস (টিইবি)। এর কোনো চাকা নেই। বাসটির নিচের অংশে ২ মিটার ফাঁকা, যেটির নিচ দিয়ে অনায়াসেই প্রাইভেট কার চলতে পারবে। বিদ্যুৎচালিত বাসটি তিনশ’ যাত্রী পরিবহনে সক্ষম। এটি ৭২ ফিট লম্বা এবং প্রস্থ ২৫ ফিট। ঘণ্টায় সর্বোচ্চ গতি ৬০ কিলোমিটিার।

গেল মে মাসে ভিডিওতে অত্যাধুনিক প্রযুক্তির বাসটির মডেল দেখানো হয়। সেটি গোটা বিশ্বে দারুণ আলোড়ন সৃষ্টি করে।

চলতি বছরের শুরুতে রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়াকে এই প্রকল্পের প্রধান প্রকৌশলী সং ইউঝো বলেন, রাস্তার সামান্য জায়গা নিয়ে চলবে বাসটি। এটি অন্য কোনো গাড়ি চলাচলে বিঘ্ন সৃষ্টি করবে না।

প্রকৌশলী বাই জিমিং সিসিটিভিকে বলেন, এর নির্মাণ খরচও খুবই কম। একটি পাতাল রেল নির্মাণ ব্যয়ের পাঁচ ভাগের এক ভাগ।

তবে কবে নাগাদ চীনের রাস্তায় বাসটি চলাচল শুরু করবে তা এখনো জানা যায়নি।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh