• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

অ্যাপ দিয়ে স্পেস স্টেশনে ওড়ার সুখ

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৯ জানুয়ারি ২০১৭, ১৬:৫৬

আন্তর্জাতিক স্পেস স্টেশনে ওড়ার স্বপ্ন দেখেছেন অনেকবার? কিন্তু স্বপ্ন সফল হয়নি? চিন্তা নেই, সে স্বপ্ন এবার সফল করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ বিজ্ঞানকেন্দ্র ন্যাশনাল এরোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)। নতুন গেমিং অ্যাপ এনেছে নাসা। যাতে আপনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে ওড়ার সুখ পেতেই পারেন ঘরে বসে।

শুধু তাই নয়, রোপন করতে পারেন গাছ। তবে হাতে অবশ্যই থাকতে হবে স্মার্টফোন। ই-গেমে খেলোয়াড়দের মাথায় রাখতে হবে, কীভাবে 'আইএসএস মাইক্রো গ্র্যাভিটি এনভায়ারনমেন্ট' বা 'জিরো জি' কাজ করে। বিষয়টি শেখে ফেলতে পারলেই কেল্লা ফতে! উড়ে বেড়াতে পারবেন স্পেস স্টেশনে।

এখনেই শেষ নয়, গেম ব্যবহারকারীরা স্পেস স্টেশনের নভচারীদের সঙ্গেও কথা বলতে পারবেন সারসরি। যারা গেমের শেষ অংশটি বোঝতে সক্ষম। জানা যাবে কীভাবে মাধ্যাকর্ষণ ছাড়াই গাছে পানি দেয়া যায়।

আন্তর্জাতিক স্পেস স্টেশনে এরইমধ্যেই, জিনিয়া ফুল ও লেটুস শাক উৎপাদন করা হয়েছে। নাসা অনেকদিন ধরেই, কম মাধ্যাকর্ষণের পরিবেশে কীভাবে গাছ লাগানো যায় তা নিয়ে গবেষণা করে আসছে। মঙ্গল গ্রহে যাত্রার মতো লম্বা মহাকাশ সফরে নভশ্চর দলের খাদ্য উৎপাদনে সুবিধার কথা মাথায় রেখেই এই গবেষণা।

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh