• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়ায় ওআইসি’র বিশেষ বৈঠক

মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া

  ১৯ জানুয়ারি ২০১৭, ১৩:৪৩

রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়ায় অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন-ওআইসি'র বিশেষ বৈঠক বৃহস্পতিবার।

মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায় বিষয়ে করণীয় নিয়ে আলোচনার জন্য বিশেষ এ বৈঠক ডেকেছে মালয়েশিয়া।

রোহিঙ্গা ইস্যুতে ওআইসি'র সভায় যোগ দিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম মালয়েশিয়া গেছেন। দুবাই থেকে আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বুধবার তিনি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এ সময় তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ছিলেন হাইকমিশনার ও ডেপুটি হাইকমিশনারসহ অন্যান্য কর্মকর্তা।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রবাসে থেকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে কাজ করে যাওয়ায় সবাইকে ধন্যবাদ জানান।

ওআইসি’র বৈঠক ঘিরে রোহিঙ্গা সংগঠনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন বিষয়ে জাতিসংঘ কমিশন গঠন করে তদন্তের দাবি জানানো হয়েছে। এজন্য ওআইসি দেশগলোর সহায়তা চেয়েছে আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন।

এসএস/এসজেড

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh