• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

শাবিতে আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ জানুয়ারি ২০১৭, ২২:১২

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ৩ দিনের আন্তর্জাতিক প্রযুক্তি গবেষণা সম্মেলন। চলবে আসছে রোববার পর্যন্ত।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া।

সম্মেলনের সদস্যসচিব অধ্যাপক ড. আব্দুল মুকিদ মোহাম্মদ মুকাদ্দেস বলেন, আন্তর্জাতিক প্রযুক্তি গবেষণা সম্মেলনে ৪টি কিনোট, ৪টি ইনভাইটেট, ১শ’৪০টি গবেষণা প্রবন্ধ, ২৫টি পোস্টার উপস্থাপন করা হবে। আসছে ১৫ জানুয়ারি পর্যন্ত এ সম্মেলন চলবে। প্রথমদিন দু'টো কিনোট ও আইআইসিটি ভবনে ৮টি সেশনে ৪১টি গবেষণা প্রবন্ধ উপস্থাপনের আয়োজন করা হয়।

সম্মেলনের সাফল্য কামনা করেন জাপানের চিবা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজুকি ইনোবুষি। এমন আয়োজনের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।

এইচটি/এইচএম

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh