• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

টঙ্গীতে অন্যতম বৃহৎ জুমার জামাত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ জানুয়ারি ২০১৭, ১৬:১১

বিশ্ব ইজতেমার মাঠে অনুষ্ঠিত হলো অন্যতম বৃহৎ জুমার জামায়াত। দুপুর ১টা ৪৫ মিনিটে জুমার জামাত শুরু হয়। নামাজের ইমামতি করেন কাকরাইল মসজিদের পেশ ইমাম মাওলানা মো. ফারুক হোসেন।

ফজর নামাজের পর আমবয়ানের মধ্যদিয়ে তুরাগ তীরে ৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে পুরো ইজতেমা ময়দান।

জুমার নামাজে অংশ নিতে ভোর থেকে গাজীপুরসহ আশপাশের জেলা থেকে পায়ে হেঁটে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমার মাঠে হাজির হন।

আখেরি মোনাজাতের আগ পর্যন্ত তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বিরা পর্যায়ক্রমে আখলাক, ঈমান ও আমলের ওপর বয়ান করবেন।

রোববার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। চার দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব শুরু হবে ২০ জানুয়ারি।

এদিকে, প্রথমপর্বে দেশের ১৭ জেলার মুসল্লিরা যোগ দিচ্ছেন। ইজতেমা নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সবধরনের নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে বার্ধক্যজনিত কারণে ইজতেমায় ৬ মুসল্লির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ওয়াই/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh